আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে বুধবার অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু নজর সেই ১৪ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওইদিন দুবাইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান। 


আয়োজক দেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?‌ যা বোঝা যাচ্ছে ওপেনে আসবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। আসল প্রশ্ন হচ্ছে, সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং কি জায়গা পাবেন ভারতের প্রথম একাদশে? তিন পেসার না দুই পেসার খেলাবে ভারত? কত জন স্পিনার খেলবেন? ফিনিশারের ভূমিকায় কে থাকবেন? 

 

আরও পড়ুন:‌ অবিশ্বাস্য! মহারণের বাকি মাত্র চারদিন, অবিক্রিত ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট...


গতবারের চ্যাম্পিয়ন দল এবারও বিজয়ী হওয়ার দাবিদার। দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর একটা কাজ নিয়মিত করে গিয়েছেন গৌতম গম্ভীর। তা হল, বিভিন্ন ফরম্যাটে যত বেশি সম্ভব মাল্টি স্কিলড প্লেয়ার খেলানো। আর নিশ্চিত করা, যাতে আট নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকে। দেখতে গেলে, আমিরশাহি যুদ্ধ আদতে ভারতের কাছে পাকিস্তান লড়াইয়ের ড্রেস রিহার্সাল। কিংবা প্রি–টেস্ট। তবে আমিরশাহি ম্যাচ ভারতকে একটা আন্দাজ দিয়ে যাবে, পাকিস্তান যুদ্ধের আগে টিম কোথায় দাঁড়িয়ে। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে থাকা আমিরশাহি টিমের প্লেয়ারদের কাছে আবার ভারত ম্যাচ জশপ্রীত বুমরা–শুভমান গিলদের বিরুদ্ধে খেলার একটা সুযোগ।


তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য আগ্রহী এটা জানতে যে, আমিরশাহির বিরুদ্ধে প্রথম একাদশে উইকেটকিপার–ব্যাটার হিসেবে কাকে দেখা যাবে? জিতেশ শর্মা নাকি সঞ্জু স্যামসন? দুবাইয়ের নেট সেশন যদি কোনও ইঙ্গিত হয়, তা হলে আপাতত এগিয়ে রয়েছেন জিতেশ। সঞ্জুকে বাদ দিয়ে ওপেনে গিল ও অভিষেক। তিলক বর্মা যে ফর্মে রয়েছেন, তারপর তাঁকে তিন থেকে সরানো সম্ভব হবে না। চারে সূর্যকুমার যাদব। পাঁচে হার্দিক পাণ্ডিয়া। ছ’নম্বরে রিঙ্কু সিং। যিনি দুবাইয়ের মন্থর পিচে স্পিন সংহারে প্রবল কাজে আসতে পারেন। দুবাইয়ের স্টেডিয়ামে টি–টোয়েন্টিতে গড় ১৪৪ রানের মতো। সাধারণত রান তাড়া করে জেতার সুযোগই বেশি থাকে। বেশ গরমও থাকবে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসে খেলতে হবে শুভমান গিলদের।

 

আরও পড়ুন:‌ এশিয়া কাপের বিজয়ীর পুরস্কার মূল্য থেকে আট গুণ বেশি এই তারকার ঘড়ির দাম, শুনলে হবে চক্ষু চড়কগাছ ...


তবে ভারতের ব্যাটিংয়ের যা গভীরতা তাতে সমস্যা হওয়ার কথা নয়। সাতে সঞ্জুর চেয়ে জিতেশ অনেক বেশি কার্যকরী হবেন বলে মনে করা হচ্ছে। আট নম্বরে অক্ষর প্যাটেলই সম্ভবত নামতে চলেছেন। 


কিন্তু টিমে তৃতীয় স্পিনার? নাকি বাড়তি একজন পেসার? পরের দু’টো স্লট যথাক্রমে জশপ্রীত বুমরা এবং টি–টোয়েন্টিতে ভারতের সেরা বোলার অর্শদীপ সিংয়ের। আর শেষ স্লটের জন্য লড়াই দু’জনের। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের। যে লড়াইয়ে আবার বরুণ এগিয়ে।

 

আরও পড়ুন:‌ দক্ষিণ আফ্রিকার লিগে সবচেয়ে দামী, তাঁকে গেমচেঞ্জার বললেন সৌরভ...


সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং।