আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩০২/৮। বেন স্টোকসরা এগিয়ে রয়েছেন ১১৯ রানে। হাতে রয়েছে দুই উইকেট। ম্যাচের বাকি আর একদিন। এই টেস্টে কিন্তু অস্ট্রেলিয়াকেই অ্যাডভান্টেজ বলতে হবে।
বুধবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৫৬৭ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৩৮৪। আগের দিনই শতরান করেছিলেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। বুধবার অজি ইনিংসকে টানেন বিউ ওয়েবস্টার। তিনি ৭১ রানে অপরাজিত ছিলেন। ইংরেজ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিলেন ব্রাইডন কার্স ও জস টং। দুটি উইকেট অধিনায়ক বেন স্টোকসের।
জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ৩০২/৮। ওপেনার জ্যাক ক্রলি রান পাননি। অপর ওপেনার বেন ডাকেট করেন ৪২। তবে অলি পোপের জায়গায় সিডনিতে খেলা জেকব বেথেল তিন নম্বরে নেমে শতরান করেছেন। তাঁর অপরাজিত ১৪২ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার। প্রথম ইনিংসে শতরান পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ জো রুট (৬)। হ্যারি ব্রুক করেন ৪২। উইকেটকিপার জেমি স্মিথের অবদান ২৬।
ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল বিউ ওয়েবস্টার। পেয়েছেন তিন উইকেট। স্কট বোলান্ডের দখলে দুটি উইকেট। মিচেল স্টার্ক ও মাইকেল নেসের নিয়েছেন একটি করে উইকেট।
তৃতীয় দিনের শেষে অজিদের রান ছিল ৫১৮/৮। এদিন আরও ৪৯ রান যোগ করেন স্মিথরা। যার পিছনে রয়েছে বিউ ওয়েবস্টার।
এদিকে, টেস্টে ৩৭ শতরান করে ফেলেছেন স্মিথ। অ্যাশেজের ইতিহাসে স্মিথ এখন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক।
স্মিথ টপকে গিয়েছেন ইংল্যান্ডের জ্যাক হবসকে। যিনি ৪১ ম্যাচে ৭১ ইনিংসে করেছিলেন ৩৬৩৬ রান। গড় ৫৪.২৬। রয়েছে ১২ শতরান ও ১৫ অর্ধশতরান। আর স্মিথের ৪১ ম্যাচে ৭৩ ইনিংসে হল ৩৬৪৪ রান। গড় ৫৬.৯৩। রয়েছে ১৩ শতরান ও ১৫ অর্ধশতরান। অ্যাশেজে সর্বোচ্চ রানের মালিক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। ৩৭ ম্যাচে ৬৩ ইনিংসে ব্র্যাডম্যান করেছেন ৫০২৮ রান। গড় ৮৯.৭৮। তাঁর রয়েছে ১৯ শতরান ও ১২ অর্ধশতরান।
আর জো রুটের অ্যাশেজে রয়েছে ২৮২২ রান। অ্যাশেজে সবচেয়ে বেশি শতরানের মালিকও ব্র্যাডম্যান। এদিন হবসকে টপকে শতরানের তালিকায় স্মিথ চলে এলেন দুইয়ে (১৩) শতরানের সুবাদে।
প্রসঙ্গত, চলতি অ্যাশেজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিফের ফল এখন ৩–১। ইংল্যান্ডের কাছে এই সিরিজ এখন শুধুই সম্মানরক্ষার। আর অজিরা জিতলে ৪–১ হবে সিরিজের ফল।
