আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। চোটের কারণে প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি কামিন্স।
তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। কামিন্সের সঙ্গে তৃতীয় টেস্টে দলে ফিরেছেন অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়নও।
ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলেননি লিয়ন। এই দুই সিনিয়র ক্রিকেটার প্রথম একাদশে ফেরায় দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মাইকেল নেসার ও পেসার ব্রেন্ডন ডগেট।
বিশেষ করে নেসার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সত্ত্বেও একাদশে জায়গা না পাওয়ায় কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখে পড়েছেন।
অন্যদিকে, চোট কাটিয়ে সুস্থ হলেও তৃতীয় টেস্টেও দলে নেই ওপেনার উসমান খোয়াজা। পিঠের চোটের কারণে তিনি দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন।
তবে অ্যাডিলেড টেস্টে খোয়াজা সুস্থ হলেও টিম ম্যানেজমেন্ট দলের ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডের উপরই ভরসা রাখছে।
দল নির্বাচন প্রসঙ্গে প্যাট কামিন্স জানান, খোয়াজা ও বাদ পড়া অন্যান্য ক্রিকেটাররা সিদ্ধান্তটি ইতিবাচকভাবেই নিয়েছেন।
বিশেষ করে খোয়াজার পেশাদার মনোভাবের প্রশংসা করে কামিন্স বলেন, ‘উজি একজন প্রকৃত টিম ম্যান। দলের প্রয়োজনে যা দরকার, সেটাই করবে। শুধু উজি নয়, বিউ ওয়েবস্টারও এই তিনটি টেস্টেই খেলতে পারেনি। নেসার সদ্য পাঁচ উইকেট নিয়েও বাদ পড়েছে, আর ‘ডজি’ (ডগেট) প্রথম দুই টেস্টে ভালই খেলেছিল। স্বাভাবিকভাবেই ওরা হতাশ, তবে দলগত পরিবেশে সবাই অসাধারণ ভূমিকা পালন করছে। অ্যাশেজ জিততে হলে শক্তিশালী স্কোয়াড দরকার, আর ওরা সবাই দুর্দান্ত।’
খোয়াজার ভবিষ্যৎ নিয়েও আশাবাদী কামিন্স। তিনি বলেন, ‘উজির বড় শক্তি হল—ও ওপরে ও মাঝের ওভারে দু’জায়গাতেই রান করতে পারে। যদি আমরা ভাবতাম ও দলে ফেরার মতো যোগ্য নয়, তাহলে স্কোয়াডেই রাখতাম না। তাই প্রয়োজনে ওর ফেরার পথ অবশ্যই খোলা আছে।’
অন্যদিকে, অ্যাডিলেড টেস্টের জন্য সোমবার নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। একমাত্র পরিবর্তন হিসেবে পেসার গাস অ্যাটকিনসনের জায়গায় দলে এসেছেন জশ টাং।
বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল চলতি অ্যাশেজ সিরিজে ২–০ পিছিয়ে থাকায় এই ম্যাচে জিততেই হবে তাদের।
অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার, জশ টাং।
