আজকাল ওয়েবডেস্ক: আরও একটি সাফল্য পেলেন অর্শদীপ সিং। আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হলেন পাঞ্জাবের পেসার। দু'দিন আগে ইডেনে যুজবেন্দ্র চাহালকে ছাপিয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটে সংগ্রহকারী হন। তার ৭২ ঘণ্টার মধ্যেই পেলেন আরও একটি স্বীকৃতি। টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ে বড় অবদান রাখেন পাঞ্জাব তনয়। তুলে নেন ১৭টি উইকেট। টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট তাঁরই। গতবছর দুর্দান্ত ফর্মে ছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ১৮ ম্যাচে তুলে নেন ৩৬ উইকেট। যার ফলে আইসিসি বর্ষসেরা টি-২০ দলে রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে জায়গা পান।
ভারতীয় ক্রিকেটে অল্প সময়ের মধ্যেই সাফল্য অর্জন করেন অর্শদীপ। বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা বোলারদের মধ্যে অন্যতম। নিজের ইউ টিউব চ্যানেলে অর্শদীপের ভূয়সী প্রশংসা করেন আকাশ চোপড়া। তাঁকে ভবিষ্যতের সেরা বাঁ হাতি পেসার হিসেবে দেখছেন তিনি। আকাশ চোপড়া বলেন, 'শাহিন আফ্রিদি এবং মিচেল স্টার্ক অসাধারণ বাঁ হাতি পেসার। তবে বর্তমানে টি-২০ ক্রিকেটে অর্শদীপ সিংই সেরা।' কেন বাকিদের থেকে তিনি আলাদা, তারও ব্যাখ্যা করেন। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'কোন কারণটা অর্শদীপ সিংকে সবার থেকে আলাদা করে দেয়? এটা খুব বড় প্রশ্ন। কারণ ও খুব তাড়াতাড়ি উন্নতি করেছে। দু'দিকেই বল সুইং করাতে পারে। যা একেবারেই সহজ নয়। বিশেষ করে টি-২০ ক্রিকেটে।' আর তিন উইকেট পেলেই টি-২০ তে উইকেটের শতরান করবেন তরুণ পেসার।
