আজকাল ওয়েবডেস্ক: ইডেনে নজির গড়লেন অর্শদীপ সিং। আর দুই উইকেট নিলে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনিই হতেন দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ছাপিয়ে যেতেন যুজবেন্দ্র চহালকে।
বুধবার সেটাই হল। অর্শদীপ সিং শুরুতেই ফিরিয়ে দিলেন ফিল সল্ট (০) ও বেন ডাকেটকে (০)। আর এই দুই উইকেট নেওয়ায় অর্শদীপ সিং টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, অর্শদীপের উইকেট সংখ্যা হল ৯৭। ম্যাচের বল গড়ানোর আগে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯৫।
২০২২ সালের জুলাইয়ে অভিষেক হয় অর্শদীপের। যুজবেন্দ্র চহালের উইকেট সংখ্যা ৯৬। ৮০ টি ম্যাচে চহালের ঝুলিতে এই সংখ্যক উইকেট।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু অর্শদীপ সিং প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হন। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও অর্শদীপ ৮টি ম্যাচ থেকে ১৭টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন।
ইডেনে অর্শদীপই একমাত্র ফ্রন্টলাইন পেসার। তিনি শুরুতেই সূর্যকুমার যাদবকে উইকেট দিলেন।
