আজকাল ওয়েবডেস্ক: আবার সেটব্যাক শচীন পুত্রের। একটানা খারাপ পারফরম্যান্সের জেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গোয়া দল থেকে বাদ পড়লেন অর্জুন তেন্ডুলকর। কেরলের বিরুদ্ধে খেলেননি। মহারাষ্ট্রের বিরুদ্ধেও দলে ছিলেন না অর্জুন। যা শচীন পুত্রের কাছে বড় ধাক্কা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরুটা ভাল হয়নি তাঁর। মুম্বইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ৪৮ রান দেন। ব্যাট হাতে মাত্র ৯ রান করেন। বড় ব্যবধানে হারে গোয়া। দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্সে কিছুটা উন্নতি হয়। ৩ ওভারে ১৯ রান দেন। তবে উইকেট পাননি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধ তৃতীয় ম্যাচেও ব্যর্থতা। বিনা উইকেটে একগাদা রান দেন। টুর্নামেন্টে এখনও একটাও ম্যাচ জেতেনি গোয়া। চারের মধ্যে চারটে ম্যাচ হেরে গ্রুপ ইতে ষষ্ঠ স্থানে রয়েছে।
এদিকে আইপিএলের নিলামে মুম্বইয়ে প্লেয়ার কেনাবেচায় খুশি হার্দিক পাণ্ডিয়া। মনে করেন, সঠিক কম্বিনেশন হয়েছে। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশ্রণে দল করাই তাঁদের লক্ষ্য ছিল। সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা একটি ভিডিওতে হার্দিক বলেন, 'আমাদের দলে সঠিক ভারসাম্য আছে। বোল্টি ফিরেছে। দীপক চাহার আছে। তার সঙ্গে উইল জ্যাকস, রবিন মিঞ্জ এবং বিকেলটনের মতো প্লেয়ার আছে।' আগের বছর আইপিএলের লাস্টবয় ছিল মুম্বই। কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর বিষয়ে বদ্ধপরিকর।
