আজকাল ওয়েবেডস্ক: দলীপ ট্রফি দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। টুর্নামেন্টের বল গড়াবে ২৮ আগস্ট। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। 
শুভমান গিল নেতৃত্ব দেবেন উত্তরাঞ্চলকে। দক্ষিণাঞ্চলের ক্যাপ্টেন তিলক বর্মা। রুতুরাজ গায়কোয়াড় খেলবেন পশ্চিমাঞ্চলের হয়ে। শার্দূল ঠাকুর নেতৃত্ব দেবেন। পূর্বাঞ্চলের নেতা ঈশান কিষান। 

কিন্তু শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর দলীপ ট্রফির দল থেকে বদ পড়লেন। উত্তর-পূর্বাঞ্চলের দল ঘোষণা হলেও  অর্জুন দলে জায়গা পাননি। ঘরোয়া মরশুমে অর্জুন গোয়ার হয়ে খেলেন। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে অর্জুন চারটি ম্যাচ থেকে ১৬টি উইকেট নেন। 

সদ্যই খবর প্রকাশিত হয়েছে অর্জুনের বাগদান পর্ব হয়ে গিয়েছে। বুধ সন্ধেয় অর্জুন তেন্ডুলকর বাগদান পর্ব সেরেছেন সানিয়া চন্দোকের সঙ্গে। উপস্থিত ছিলেন তেন্ডুলকর এবং ঘাই-চান্দোক পরিবারের ঘনিষ্ট আত্মীয়-বন্ধু।

আরও পড়ুন: আরও পাঁচ বছর খেলা উচিত রোহিতের, হিটম্যানের ফিটনেস বজায় রাখতে যুবরাজ সিংয়ের বাবা কী উপদেশ দিলেন জানেন?

মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ঘাই পরিবার মুম্বইয়ে পরিচিত হোটেল শিল্প, নিজেদের আইসক্রিম ব্র্যান্ডের জন্য। সানিয়া নিজেও ব্যবসায় তুখোড়। শোনা যায়, দক্ষতার সঙ্গে সংস্থার কাজ-কর্মের দেখভাল করেন তিনি।  অর্থাৎ এবার ব্যবসায়ী পরিবারের জামাই হচ্ছেন ক্রিকেটের বাঁ-হাতি বোলার।   

যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের এক মন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, শুধু শুধু বোলিং করিয়ে নষ্ট করা হচ্ছে ক্রিকেট ঈশ্বরের পুত্রকে। তাঁকে ব্যাটিং করতে দেওয়া উচিত। তারও আগে, অর্জুন সম্পর্কে যুবির বাবা যোগরাজ বলেছিলেন, 'অর্জুন তেণ্ডুলকর যদি আমার কাছে এখন আসে, আমি ওকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়ে দেব ছ' মাসের মধ্যে। ওর ব্যাটের হাত কত ভাল, তা অনেকেই জানেন না। ও আমার সঙ্গে ১২ দিন ছিল, রঞ্জি ট্রফির অভিষেকে শতরান করে অর্জুন।'' কীভাবে শচীন-পুত্রর দায়িত্ব নিয়েছিলেন যোগরাজ, সেই কথা উঠে এসেছিল এক সাক্ষাৎকারে। যোগরাজ সেখানে বলেছিলেন, ''শচীন আর যুবরাজ এসে আমাকে অনুরোধ করে অর্জুন তেণ্ডুলকরের দায়িত্ব নাও। আমার সঙ্গে  ১০-১২ দিন ছিল। আমার মতে, অর্জুন দুর্দান্ত একজন ব্যাটসম্যান। ওকে কেন বোলিংয়ে ফেলে রাখা হয়েছে? বোলিং করিয়ে ওর মতো প্রতিভাকে কেন নষ্ট করা হচ্ছে?''  

মুম্বইয়ের হয়ে ক্রিকেটজীবন শুরু হয় ২০২০-২১ সালে। হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিষেক। ২০২২ সালে তিনি চলে যান গোয়ায়। 

এহেন অর্জুন তেণ্ডুলকরের বাগদানের পরেই এল খারাপ সংবাদ। দলীপ ট্রফির দলে জায়গাই পেলেন না তিনি। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন। কিন্ত হবু স্ত্রীর ভাগ্যেও খুলল না অর্জুনের কপাল। আসন্ন দলীপ ট্রফির দলে সুযোগই হল না তাঁর। 

আরও পড়ুন: ভারতীয় তারকাকে চাঁচাছোলা আক্রমণ, নির্বাচকদের চোখ খোলার পরামর্শ মঞ্জরেকরের...