আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র সংগ্রহ করল আর্জেন্টিনা। ভারতীয় সময় বুধবার ভোরে ঘরের মাঠে ফিফা কোয়ালিফায়ারে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারাল লিয়নেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে এক পয়েন্ট দরকার ছিল আর্জেন্টিনার। কিন্তু বুয়েনস আইরসে ব্রাজিলকে হারিয়ে তিন পয়েন্ট সংগ্রহ করে তাঁরা। যার ফলে সেলেকাওদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। এখনও বিশ্বকাপের টিকিট পায়নি ব্রাজিল। চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের ছাড়পত্র নিশ্চিত করল আর্জেন্টিনা। এর আগে টিকিট জোগাড় করে জাপান, নিউজিল্যান্ড এবং ইরান। 

তরুণ ব্রাজিল দলের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স আর্জেন্টিনার। তাও আবার লিয়নেল মেসিকে ছাড়াই। তবে ঘরের মাঠে আর্জেন্টিনার অধিনায়ককে মিস করে ভক্তরা। এদিন খড়কুটোর মতো প্রতিপক্ষকে উড়িয়ে দেয়। ম্যাচের স্কোরলাইন সবকিছু বলে দিচ্ছে। জুলিয়ান আলভারেজের গোলে ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটে ২-০। ব্রাজিলের রক্ষণের ভুলে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেজ। শুরুতেই জোড়া গোল হজমের পর ম্যাচ থেকে হারিয়ে যায় ব্রাজিল। এদিন ছিলেন না লিওনেল মেসি। কিন্তু তাঁকে ছাড়াই ব্রাজিলকে দুরমুশ করে স্কালোনির দল। আগাগোড়াই দাপট ছিল আর্জেন্টিনার। বাকিরা তারকা ফুটবলারের অভাব ঢেকে দেয়। ব্যর্থ ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দাগ কাটতে পারেননি। ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ম্যাথিউজ কুনহা। তবে সেটা সান্ত্বনা মাত্র। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের হয়ে তৃতীয় গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ ছিল ব্রাজিল। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ভিনিশিয়াস, রডরিগোরা। কয়েকটা সুযোগও তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক পোঁতেন গুইলিয়ানো সিমিওনে‌। মাঠে নেমেই গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে।