আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের তারকা অলরাউন্ডার তিনি। তাঁর সম্পর্কে বলা হত, প্রতিপক্ষ ব্যাটার তাঁর বলে ছক্কা হাঁকালে, পরের বলে সেই ব্যাটারকে আউট করার চেষ্টা  করেন। এটাই তাঁর দৃঢ়তা। এই দৃঢ়তাকেই অনেক সময়ে আমরা ভুল বুঝি। 

তিনি শাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না তিনি। দেশে ঢুকতে পারেন না। এবার আরও সমস্যায় পড়লেন অলরাউন্ডার। 

শেয়ার বাজার সংক্রান্ত মামলায় শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আগামী ২৬ নভেম্বর অলরাউন্ডারকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতির ঘটনায় শাকিব-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

২৬ নভেম্বর শাকিবকে ডাকা হয়েছে। অলরাউন্ডার-সহ মামলার ১৫ জনকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে শাকিব-সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এদিকে শততম টেস্ট খেলতে নামার আগে মুশফিকুর রহিমকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ায় মুশফিকের জন্য দীর্ঘ পোস্ট করেন শাকিব,  ''লর্ডসে তোমার খেলা প্রথম টেস্ট ম্যাচ এখনও মনে আছে। বিকেএসপির ঘরে বসা তোমার খেলা প্রতিটা বল দেখেছি। ঠিক সেদিন থেকে তুমি বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। তুমি অনেক দিন ধরেই খেলেছ এবং সব সময় নিজের সেরাটা দিয়েছ। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি তোমাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। আর ভবিষ্যতে যতদিন খেলব, তুমিই আমার অধিনায়ক থাকবে।'' এরপরই সাকিব যোগ করেন, ''মুশফিক ভাই, ১০০তম টেস্ট খেলার এই বিশেষ মুহূর্তে তোমাকে শুভকামনা জানাই। যে কোনও ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে তোমার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনই ১০০তম টেস্টেও তোমার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবে। যদি তোমার সঙ্গে খেলে মাঠে তোমার কৃতিত্ব উদযাপন করতে পারতাম, তাহলে কত ভাল হত!''