আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির ইতিহাসে নিজের নাম লেখালেন হরিয়ানার তরুণ পেসার অনশুল কাম্বোজ। দীর্ঘ ৩৯ বছর পর এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি। কেরালার বিরুদ্ধে লাহলির চৌধুরী বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে নেমেছ হরিয়ানা। সেখানেই এই অসাধারণ কীর্তি গড়লেন অনশুল।
রঞ্জি ট্রফির দীর্ঘ ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন কোনও বোলার এমন কৃতিত্ব দেখালেন। ২৩ বছর বয়সী কাম্বোজ কেরালার ব্যাটিং লাইন আপকে কার্যত বিধ্বস্ত করে ৪৯ রানে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়েন। যার ফলে কেরালার প্রথম ইনিংস ২৯১ রানে থেমে যায়। এক ইনিংসে দশ উইকেট নিয়ে কাম্বোজ ঘরোয়া ক্রিকেটে এক নয়া ইতিহাস গড়লেন।
তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে স্থান করে নিয়েছে। এর আগে, ১৯৫৬-৫৭ মরসুমে বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় (১০/২০) আসামের বিপক্ষে এবং ১৯৮৫-৮৬ মরসুমে রাজস্থানের প্রদীপ সুন্দরম (১০/৭৮) বিদর্ভের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
বিসিসিআই সচিব জয় শাহ তাঁর এই অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, হরিয়ানার তরুণ অনশুল কাম্বোজের অসাধারণ পারফরম্যান্স, প্রথম ইনিংসে ১০ উইকেট নিজের নামে করে নিলেন।' অনশুলের এই কৃতিত্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের তরফেও।
