আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচ ৫০-৫০। ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ রান দক্ষিণ আফ্রিকার। প্রথম দুটো সেশন প্রোটিয়াদের, শেষ সেশন ভারতের। দিনের অর্ধেকের বেশি সময় উইকেট পেতে কালঘাম ছোটে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের। প্রথম দুই সেশনে নিজেদের মধ্যে একটি করে উইকেট ভাগ করে নেন বুমরা এবং কুলদীপ। প্রথম সেশনের শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৮২। দ্বিতীয় সেশনের শেষে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান ছিল। তৃতীয় সেশনে ৪ উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। 

শুভমান গিলের পরিবর্তে দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। সেই পন্থের ফিল্ডিং সাজানো নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রাক্তন তারকা অনিল কুম্বলে। এই প্রথম টেস্ট ফরম্যাটে  দলকে নেতৃত্ব দিচ্ছেন পন্থ। ভারতের উইকেট কিপারের ফিল্ডিং সাজানো প্রসঙ্গে অনিল কুম্বলের প্রতিক্রিয়া, লেগ সাইডে ওয়ানডে-র ফিল্ডিং সাজানো হয়েছে। প্রথম দিনের এটা প্রথম সেশন। ডিপ স্কোয়ার লেগ, লং অন ও ডিপ মিড উইকেটে লোক রাখা হয়েছে।'' 

টপ অর্ডার ব্যাটাররা শুরুটা ভাল করলেও, কেউই বড় রান পায়নি। ইডেনের পর আবার শুরুটা ভাল করেন তেম্বা বাভুমা‌। ৮২ রানে জোড়া উইকেট পড়ার পর ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যান প্রোটিয়া অধিনায়ক। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৪১ রানে আউট হন। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন স্টাবস। ৪৯ রানে ফেরেন। ক্রিজে আছেন সেনুরান মুথুস্বামী (২৫) এবং কাইলি ভেরানে (১)। তিন উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট পান যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। 

প্রোটিয়াদের ৩০০ রানের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করা হবে। প্রথম দিনের শেষে প্রোটিয়া ব্রিগেডের রান ৬ উইকেটে ২৪৭।