আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটি টেস্টে হারের মুখে ভারত। ভাল ব্যাটিং পিচে ভুল শট বাছাইয়ের খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটারদের। শর্ট বল কাজে লাগিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেন মার্কো জ্যানসেন। প্রোটিয়া পেসারের দাপটে মধ্যাহ্নভোজের বিরতিতে ৭ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১৭৪। অথচ শুরুটা ভাল করে ভারত। ৬৫ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। কিন্তু যশস্বী জয়েসওয়াল আউট হওয়ার পরই পতনের শুরু। মাত্র ২৭ রানে পরের ৬ উইকেট হারায় ভারত। দ্বিতীয় সেশনে আধ ঘণ্টার মধ্যে সাত উইকেট।
দলের বিপদের সময় ঋষভ পন্থের আউট আরও বিপর্যয় ডেকে আনে। পেসারদের ক্রিজ ছেড়ে বেরিয়ে শট মারার প্রবণতা রয়েছে ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। পরিকল্পনা মাফিক পন্থকে আউট করেন জ্যানসেন। সেই ফাঁদেই পা দেন ভারতের অস্থায়ী অধিনায়ক। উইকেটের পেছনে ধরা পড়েন। পন্থের আউট হওয়ার এই ধরন মানতে পারেননি অনিল কুম্বলে এবং ডেল স্টেইন। তাঁর তুলোধোনা করেন। কুম্বলে বলেন, 'এখনকার ব্যাটাররা বলবে, এটাই ওদের স্বাভাবিক খেলা। তবে পরিস্থিতি বিবেচনা করতে হয়। যতক্ষণ ঋষভ পন্থ ক্রিজে থাকবে, দক্ষিণ আফ্রিকার বোলাররা শান্তিতে থাকবে না। এটা ওর বোঝা উচিত ছিল। ওরা জানে, এক মুহূর্তে ওদের থেকে ম্যাচ কেড়ে নিতে পারে পন্থ। দশ বল খেলার পর তুমি এমন কখনই করতে পারো না।'
কুম্বলেকে সমর্থন স্টেইনের। নিজের এক্স হ্যান্ডেলে প্রোটিয়া তারকা লেখেন, 'এটা কলকাতার পিচের মতো ছিল না। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। শুধু একটু টিকে থাকতে হত। লুজ বল পেতো। এমন নয় যে মার্কো জ্যানসেন টানা ২০ ওভার বল করবে। এক স্পেল বল করত। টিকে থাকতে হত। এটা টেস্ট ক্রিকেট। সেশনের পর সেশন ধরে ব্যাট করতে হত। এইধরনের পিচে লম্বা সময় ধরে ব্যাট করতে হয়। এক ওভারে টেস্ট জেতা যায় না।' ভারতকে আরও লজ্জার হাত থেকে বাঁচায় ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের পার্টনারশিপ। তবে ০-২ এ সিরিজ হার সময়ের অপেক্ষা।
