আজকাল ওয়েবডেস্ক: বেন স্টোকস আগেভাগে খেলা শেষ করতে চাইলেন। মানলেন না রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। তাঁরা তখন শতরানের দোরগোড়ায়। কেনই বা বেন স্টোকসের প্রস্তাবে সাড়া দেবেন? বেন স্টোকস হাত মেলাতে এসেছিলেন জাদেজা ও সুন্দরের সঙ্গে। তখনও ম্যাচ শেষ হতে এক ঘণ্টা বাকি। স্টোকস নিন্দিত ও সমালোচিত হচ্ছেন সর্বত্র। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রবল চর্চা। 

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রবিবারের নাটকীয় মুহূর্তের ছবি পোস্ট করে লিখলেন, বেন স্টোকস ড্রয়ের প্রস্তাব দিলেন। ভারত সেই প্রস্তাবে কর্ণপাত না করে ব্যাট করতে লাগল। এই ব্যাপারে আপনাদের মতামত কী? 

বিগ বি অমিতাভ বচ্চন সেই পোস্টটিতে নিজের মতামত জানিয়ে পোস্ট করে দেন। বচ্চন যেভাবে বলেছেন, তাতে নিমেষে তা ভাইরাল হয়ে যায়। অমিতাভ বচ্চন বলেন, ''টেক!?? আরে গোরে কো টিকা দিয়া রে!!'' তার পরে হাসির ইমোজি দেন অমিতাভ। 

আরও পড়ুন: 'একের পর এক ভুল করছে আবার চড়া গলায় কথা বলছে, গলার স্বর নামাও', গম্ভীরকে একহাত নিলেন মঞ্জরেকর

 তৃতীয় সেশনে তখন জাদেজা এবং ওয়াশিংটন ব্যাট করছেন আশির ঘরে। সেই পরিস্থিতিতে হঠাৎ এগিয়ে এলেন বেন স্টোকস।

 

?ref_src=twsrc%5Etfw">July 27, 2025

আম্পায়ারের কাছে নিয়ে হাত বাড়িয়ে দিলেন, বুঝিয়ে দিতে চাইলেন, তারা আর খেলতে চান না, ম্যাচ ড্র ঘোষণা করা হোক। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। হ্যান্ডশেক করতে রাজি হলেন ক্রিজে থাকা দুই ভারতীয় ব্যাটার। ক্রিকেটের নিয়ম বলছে, দুই দলের খেলোয়াড় সম্মতি দিলে তখনও ম্যাচ ড্র ঘোষণা করা হবে। কিন্তু দুই ভারতীয় ব্যাটার তখন শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের সিদ্ধান্তে খুশি হননি একজন ইংলিশ ক্রিকেটারও। বেন স্টোকস এসে জাদেজাকে বলে গেলেন, আমি এবার হ্যারি ব্রুককে দিয়ে বল করাব। তুমি কি ওর বলেই শতরান করতে চাও?’ ক্রলি এসে সোজা প্রশ্ন করে বসলেন, ‘হ্যান্ডশেক করলে না কেন?’

Ben Stokes approaches India for a handshake, England vs India, 4th Test, 5th Day, Manchester, July 27, 2025

কিন্তু দুই ব্যাটার নিজেদের সিদ্ধান্তে অনড়।  ইংল্যান্ড অধিনায়ক এবার ফিল্ডিং সব সামনে রেখে বোলিংয়ে নিয়ে এলেন একদিকে ব্রুক অবং অন্যদিকে রুটকে। ধেয়ে এল একের পর এক লুজ বল, একের পর এক ফুলটস। দুই ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করে তবেই থামলেন। কমেন্টেটরদের কথায়, শেষ মুহূর্তের এই নাটক ভিত করে দিল চারদিন পর থেকে শুরু হতে চলা ওভাল টেস্টের। এদিন অনবদ্য লড়াই লড়ে জাদেজা অপরাজিত রইলেন ১০৭ রানে। ওয়াশিংটন সুন্দর করলেন ১০১ রান। দুই ভারতীয় ব্যাটার প্রশংসিত হলেন। কিন্তু বেন স্টোকস দারুণ সমালোচিত। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও প্রশ্ন করেছেন, কেন এই কাজ করতে গেলেন স্টোকস? ইংল্যান্ড অধিনায়ককে কটাক্ষ করে মেসেজ লিখলেন বিগ বি। স্টোকসের আচরণ নিয়ে সমালোচনা হচ্ছে সর্বত্র। দেশের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ড অধিনায়ককে ঠুকে বলেছিলেন, ''তোমার হতাশা তোমার কাছে রাখো, আমাদের কোনও সমস্যাই নেই।'' 

আরও পড়ুন:  গিলকে নিয়ে ট্রোলিংয়ের যোগ্য জবাব, সমালোচকদের মুখ সপাটে চড় গম্ভীরের