আজকাল ওয়েবডেস্ক: আবার ক্রিকেট মাঠে ফ্লায়িং কিস। আবার সেই হরষিত রানা। এবার দলীপ ট্রফির ম্যাচে নিজের সিগনেচার সেলিব্রেশন ফেরালেন কলকাতা নাইট রাইডার্সের পেসার। চার উইকেট নিয়ে ভারতের সি দলের প্রথম ইনিংসে ধস নামান। তারপরই আবার ফিরল 'ফ্লায়িং কিস'। তবে এবার সেই স্টাইলে একটা পরিবর্তন ছিল। এবার আর বিপক্ষের ব্যাটার নয়, নিজের ড্রেসিংরুমের উদ্দেশে চুমু ছুড়ে দেন। তাঁর বোলিংয়ে ৫ রানে সেকেন্ড স্লিপে ঋতুরাজ গায়কোয়াড় ধরা পড়ার পর নিজের ড্রেসিংরুমের উদ্দেশে ফ্লায়িং কিস দেন হরষিত। দ্বিতীয় দিন অভিষেক পোড়েল এবং মানব সুথারের উইকেটও তুলে নেন কেকেআরের পেসার। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন রানা। দলীপ ট্রফির পারফরম্যান্স আরও সম্ভাবনা বাড়াল।
গত আইপিএলের প্রথম ম্যাচে ইডেনে মায়াঙ্ক আগরওয়ালকে ফ্লায়িং কিস দিয়ে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। প্রথমে ১০ শতাংশ এবং ৫০ শতাংশ জরিমানা করা হয়। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আবার একই ভুল হওয়ার পর পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয় এবং এক ম্যাচ নির্বাসিত করা হয়। তবে সানরাইজার্স হায়দরাবাদেকে হারিয়ে আইপিএল জেতার পর হরষিতের সঙ্গে ফ্লাইং কিস ছুড়ে দেন শাহরুখ খান সহ গোটা কেকেআর দল।
