আজকাল ওয়েবডেস্ক: ওভালে পঞ্চম টেস্টে আকাশ দীপ এবং বেন ডাকেটের মধ্যে কথোপকথন শিরোনামে জায়গা পেয়েছিল। কিন্তু সেদিন ইংল্যান্ডের ওপেনারকে ঠিক কী বলেছিলেন বাংলার পেসার? সিরিজ শেষ হওয়ার বেশ কয়েকদিন পর এই বিষয়ে খোলসা করলেন ভারতীয় পেসার। প্রথম ইনিংসে ২২৪ রান করে ভারত। ডাকেট শুরুতে ভারতের বোলিংয়ের তুলোধোনা করেন। বাজবল স্টাইল অবলম্বন করে শুরুতেই টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটকে চাপে ফেলে দেয়। পাঁচটি চার এবং দুটো ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আকাশ দীপও ডাকেটের সামনে দাঁড়াতে পারেনি। ইংল্যান্ডের ওপেনার তাঁর উদ্দেশে বলেন, 'তুমি আমাকে আউট করতে পারবে না।' তবে শেষ হাসি হাসেন বাংলার পেসার। আকাশ দীপের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ডাকেট প্যাভিলিয়নের দিকে হাঁটা মারার সময়, তাঁর গলায় হাত রেখে কিছু বলতে দেখা যায় আকাশ দীপকে। সেদিন ঠিক কী বলেছিলেন?
আকাশ দীপ বলেন, 'ও আমার বলে চার থেকে পাঁচবার আউট হয়েছে। সেই ইনিংসে ব্যাট করতে নামার আগে আমাকে বলে, এবার তুমি আমাকে আউট করতে পারবে না। কিন্তু আমি ওকে আউট করি। তারপর ওকে বলি, 'ব্রো, এবার গিয়ে বিশ্রাম নাও।' একটি সর্বভারতীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হাসতে হাসতে সেদিনের কথোপকথনের কথা জানান আকাশ দীপ। টেস্টে ডাকেটকে বেশ কয়েকবার আউট করেন ভারতীয় পেসার। ছয় ইনিংসের মধ্যে চারবারই তাঁকে আউট করেন আকাশ দীপ। তাঁর বিরুদ্ধে ৫৫ রান করেন ইংল্যান্ডের ওপেনার। গড় ১৩.৭৫। সুতরাং, টেস্টে ইংল্যান্ডের ব্যাটারের থেকে এগিয়ে তিনি।
আরও একটি আউট বাংলার পেসারের হৃদয়ের কাছে থাকবে। অসাধারণ বলে এজবাস্টনে জো রুটকে বোল্ড করেন। মাত্র ৬ রানে তাঁকে ফেরত পাঠান। সেই মুহূর্ত কোনওদিন ভুলবেন না ভারতের পেসার। আকাশ দীপ বলেন, 'জো রুট। যেভাবে আমি ওকে বোল্ড করেছি। যেভাবে ওকে আউট করতে চেয়েছি, সেইভাবেই করেছি।' এজবাস্টন টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বাংলার পেসার। দুই ইনিংস মিলিয়ে জোড়া উইকেট নেন। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে তিনটে টেস্টে খেলেন। ১৩ উইকেট নেন। এজবাস্টন টেস্ট জয়ের কান্ডারী ছিলেন বাংলার পেসার।
