আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট সিরিজ শেষ হতেই রাম মন্দিরে ছুটলেন টিম ইন্ডিয়ার পেসার আকাশ দীপ। কানপুর টেস্ট শেষ হতেই অযোধ্যায় রাম মন্দিরে গিয়েছিলেন তিনি রাম লালার দর্শনে। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ভক্তিভরে পুজো দিয়েছেন। আগামীদিনের সাফল্যের জন্যও তিনি প্রার্থনা করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টেস্ট অভিষেক হয়েছিল আকাশ দীপের। এরপর বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও তিনি খেলেছেন। যথেষ্ট সফল। দুই টেস্টে নিয়েছেন পাঁচ উইকেট। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ দীপ বলেছেন, ‘‌ভগবান রামকে দেখার ইচ্ছে দীর্ঘদিনের ছিল। যখন এই মন্দির তৈরি হচ্ছিল, তখন থেকেই উৎসাহ তৈরি হয়ে যায়। ভগবানের কাছে আশীর্বাদ চেয়েছি এই খেলাটাই যেন খেলে যেতে পারি। এটা ভাষায় বোঝানো যাবে না যে ভগবান রামকে দেখার পর অনুভূতি কেমন।’‌ 


প্রসঙ্গত, দেশের হয়ে এখনও অবধি তিনটি টেস্ট খেলেছেন আকাশ। বাংলার পেসার নিয়েছেন আট উইকেট। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। সামির অনুপস্থিতিতে বাংলার আকাশ যে দলে থাকবেন তা প্রায় নিশ্চিত। তারপর রয়েছে বর্ডার–গাভাসকার সিরিজ। যদিও এখনই সেই সিরিজ নিয়ে ভাবতে রাজি নন আকাশ। বলেছেন, ‘‌এখনই ওই সিরিজ নিয়ে ভেবে চাপে পড়তে রাজি নই। বর্তমান নিয়ে থাকতেই ভালবাসি। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলে তখন পরিকল্পনা করব।’‌