আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেটকে ফেরানোর পরে আকাশদীপ তাঁর কাঁধে হাত রেখেছিলেন। তা নিয়ে কম চর্চা হয়নি।তৃতীয় দিনে ফের আকাশদীপ ও বেন ডাকেটকে একই ভঙ্গিতে দেখা যায়। দু'জনেই একে অপরকে জড়িয়ে ধরেন।
২৮-তম ওভার শুরুর আগেই দেখা যায় এমন দৃশ্য। আকাশ ও বেন ডাকেট একে অপরকে জড়িয়ে দরে হাসছিলেন। কে বলবে, দ্বিতীয় দিন তাঁদের নিয়ে ঝড় বয়ে গিয়েছে।
সেই সময়ে ধারাভাষ্য দিচ্ছিলেন ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন ও দীনেশ কার্তিক। আথারটন বলেন, ''মনে হচ্ছে ওদের সম্পর্ক আর খারাপ নেই। গতকাল যা হয়েছে সেই সম্পর্কে আমি আগেই বলেছিলাম। ব্যাটার আউট হওয়ার পরে তার রাস্তা থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সবাই নয়, কয়েকজন ব্যাটার প্রতিক্রিয়া দেখাতেই পারে। তাই না ডিকে?''
আরও পড়ুন: ক্রিকেটে শূন্য, উত্ত্যক্ত করার খেলায় একশোয় একশো, আর কত নীচে নামবে ইংল্যান্ড! ...
দীনেশ কার্তিক সহমত পোষণ করেন আথারটনের সঙ্গে। আথারটনের মতে, এমন আচরণ না করাই উচিত। কার্তিক বলেন, আকাশদীপের খারাপ অভিসন্ধি ছিল না। যদিও ওর এমন ধরনের আচরণ থেকে বিরত থাকা উচিত।
দ্বিতীয় দিন ডাকেটকে আউট করার পরে তাঁর কাঁধে হাত রেখে হেঁটেছিলেন আকাশদীপ। বিষয়টা ভালভাবে নেননি পন্টিং।বাংলার পেসার আকাশদীপ যদি একই কাজ রিকি পন্টিংয়ের সঙ্গে করতেন, তাহলে সজোরে ঘুসি খেতেন।অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং স্বয়ং এই কথা জানিয়েছেন।
ওভালে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই বেন ডাকেটের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন আকাশদীপ। ডাকেট অবশ্য আউট হন সেই আকাশদীপের বলেই। আউটের পর দেখা যায় আকাশদীপ ডাকেটের পিঠে হাত দিয়ে হাঁটছেন। বঙ্গপেসার হাসছিলেন। কিন্তু মুখে কিছু বলেননি। ধারাভাষ্যকাররা অনুমান করার চেষ্টা করছেন আকাশদীপ কি ডাকেটকে বিদ্রুপ করলেন?
একই আচরণ যদি আকাশদীপ পন্টিংয়ের সঙ্গে করতেন তাহলে কী হত? স্কাই স্পোর্টসের সঞ্চালক আয়ান ওয়ার্ড এই প্রশ্ন করেছিলেন পন্টিংকে। ওয়ার্ড জিজ্ঞাসা করেন, ''এটা যদি তোমার সঙ্গে করা হতো তাহলে তো ডান হাত দিয়ে হুক করতে একটা?'' জবাবে পন্টিং বলেন, ''হয়তো তাই।'' কিন্তু বেন ডাকেট কোনও প্রতিক্রিয়া দেখাননি আকাশদীপকে। এটা মনে ধরেছে পন্টিংয়ের।
প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, ''ঘটনাটা যখন আমি প্রথম দেখলাম, তখন মনে হয়েছিল ওরা বুঝি বন্ধু। একে অপরের বিরুদ্ধে খেলছে বহুদিন ধরে। প্রতিদিন এমন ঘটনা দেখা যায় না। স্থানীয় খেলার মাঠে বা পার্কে এগুলো হয়তো দেখা যায় কিন্তু টেস্ট ক্রিকেটের মতো আসরে এমন দৃশ্য দেখা যায় না। বেন ডাকেট যে ভাবে ক্রিকেট খেলেছে তাতে আমি খুশি। এখন থেকে আমি ওকে আরও বেশি করে পছন্দ করব কারণ ডাকেট কোনও প্রতিক্রিয়াই দেখায়নি।''
Pookies ???????? #SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/Xm9iTAkFJt
— Sony Sports Network (@SonySportsNetwk)Tweet by @SonySportsNetwk
তৃতীয় দিন আকাশদীপ ও ডাকেটের মধ্যে সন্ধি হয়। দু'জনেই হাসছিলেন একে অপরের দিকে তাকিয়ে। আকাশদীপ অবশ্য তাঁর ব্যাটিং দিয়ে এদিন সব সমালোচনার ঊর্ধ্বে চলে যান। সেই আকাশদীপকে দ্বিতীয় দিনে নৈশপ্রহরী হিসেবে পাঠিয়েছিল ভারত। তৃতীয় দিনের ওভাল দেখল বঙ্গক্রিকেটার আকাশ ছুঁয়েছেন। ওভালের আকাশে মেঘের আনাগোনা। আকাশদীপ ব্যাট হাতে ভারতের ভাগ্যাকাশ থেকে সরিয়ে দিলেন মেঘ। পুরোদস্তুর ব্যাটসম্যানের মতো তিনি ইংল্যান্ড বোলারদের বিষ শুষে নিলেন। পঞ্চাশ করলেন। এটাই তাঁর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান। টেস্ট ক্রিকেটের প্রথম অর্ধশতরানও বটে আকাশদীপের।
আরও পড়ুন: ওভালে অনবদ্য যশস্বী, ভাঙলেন শচীনের আরও একটি রেকর্ড
