আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফির বাকি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেন অজিঙ্ক রাহানে। যা মুম্বইয়ের কাছে বড় ধাক্কা। শনিবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দেন, ব্যক্তিগত কারণে লাল বলের বাকি মরশুমে অংশ নেবেন না তিনি। রঞ্জি ট্রফিতে দুটো ম্যাচ বাকি মুম্বইয়ের। ২২ থেকে ২৫ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ। খেলা হায়দরাবাদেই।‌ ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি এমসিএতে গ্রুপের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জেতে মুম্বই। এখনও পর্যন্ত কোনও হার নেই। ২৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে শীর্ষে। হায়দরাবাদের জন্য মুম্বই দল শনিবার বেছে নেওয়া হবে। কাকতালীয়ভাবে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএর 'ক্রিকেট কিট ফেয়ার' এর উদ্বোধন করেন রাহানে। 

এমসিএর সচিব উন্মেষ খানভিলকার বলেন, 'নির্বাচক কমিটির বৈঠকের আগে রাহানে আমাদের জানিয়ে দেয়, ব্যক্তিগত কারণে রঞ্জির বাকি মরশুমে ওকে পাওয়া যাবে না।' বিজয় হাজারে ট্রফিতেও ছিলেন না রাহানে। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেন। মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ১০ ম্যাচে ৩৯১ রান করেন। গড় ৪৮.৮৭। তারমধ্যে রয়েছে তিনটে অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ৯৫। ওড়িশার বিরুদ্ধে অপরাজিত ছিলেন। মরশুমের শুরুতে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর, রঞ্জি ট্রফিতে আহামরি ফর্মে ছিলেন না। চার ম্যাচে ২০৯ রান করেন। গড় ৩৪.৮৪। তারমধ্যে ছিল মাত্র একটি শতরান। ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৫৯ রান করেন। 

রাহানে দায়িত্ব ছাড়ার পর মুম্বইয়ের অধিনায়ক হন শার্দূল ঠাকুর। গত দু'বছর জাতীয় দলে সুযোগ পাননি। ২০২৩ জুলাইয়ে শেষ টেস্ট খেলেন। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন তারকা ক্রিকেটার। ৮৫ টেস্টে রাহানের মোট রান ৫০৭৭। গড় ৩৮.৪৬। রয়েছে ১২টি শতরান এবং ২৬টি অর্ধশতরান। এই সময় মুম্বইয়ের হয়ে প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেন। লক্ষ্য ছিল আবার ভারতীয় দলে ডাক পাওয়া। কিন্তু রঞ্জিতে বিশেষ সাফল্য পাননি। মরশুম শুরুতে দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল দল থেকে বাদ পড়েন। গতবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন রাহানে। তবে এবার তাঁর নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা কম। এখনও পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। সাত বছরের খরা কাটিয়ে ২০২৩-২৪ মরশুমে রাহানের হাত ধরেই রঞ্জি ট্রফি জেতে মুম্বই। ২০২৪-২৫ মরশুমে ইরানি কাপও জেতে।