আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি সঞ্জু স্যামসনকে নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। আন্ডার পারফর্মার থেকে তিনি হয়ে উঠেছেন ম্যাচ উইনার। সেই সঞ্জুকে নিয়ে আবেগাপ্লুত পাকিস্তানও।

পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ তাঁর ইউটিউব চ্যানেলে সঞ্জুকে নিয়ে বলেছেন, ''সঞ্জু আরও বেশি কৃতিত্ব দাবি করতেই পারে। ওর সাম্প্রতিক পারফরম্যান্স অসাধারণ। যে দলের হয়েই খেলুক না কেন, আন্তর্জাতিক ক্রিকেটে পর পর দুটো সেঞ্চুরি করা বিশাল ব্যাপার। যদি খুব সহজই হতো, তাহলে সবাই বলে বলে শতরান করতে পারত। কিন্তু সঞ্জু কঠিন কাজটা করে দেখিয়ে দিয়েছে সবার পক্ষে এমন সেঞ্চুরি করা সম্ভব নয়। ওর কেরিয়ারেও এটা বড় ব্যাপার। এই পারফরম্যান্সের পরে সঞ্জু আরও সুযোগ পাবে।'' 

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৭ বলে শতরানে পৌঁছন সঞ্জু। এর আগে হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টেয়েন্টিতেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ম্যাচে ৪৭ বলে ১১১ রান করেন সঞ্জু। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের দ্বিতীয় শতরানটি করেন। আহমেদ শেহজাদ ভারতীয় উইকেট কিপার-ব্যাটারের জন্য আরও শ্রদ্ধা-সমীহ দাবি করছেন।

তিনি বলছেন, ''কিঁউ হিলা ডালা না! ভারত থেকে আরও শ্রদ্ধা পাওয়া উচিত সঞ্জুর। টানা দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করা সহজ ব্যাপার নয়।''