আজকাল ওয়েবডেস্ক: পরের বছরের আইপিএলের আগে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নিযুক্ত করল রাজস্থান রয়্যালস। রাজস্থানের তরফে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে দ্রাবিড়কে। আইপিএলের মেগা নিলাম থেকেই রাজস্থানের সঙ্গে দেখা যাবে প্রাক্তন ভারতীয় কোচকে।

 

চলতি বছরের জুলাই মাসে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ  ২০১৫ সালের পর প্রথমবারের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরলেন। এর আগে দ্রাবিড় ২০১২ এবং ২০১৩ সালে আইপিএলে রয়্যালসের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।  ২০১৪ এবং ২০১৫ সালে ২০১৯ সালে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নেন। তারপর এই বছর ফের ফিরলেন আইপিএলে।

 

 

জানা গিয়েছে, দ্রাবিড় ইতিমধ্যে সাঙ্গাকারা এবং বাকি ম্যানেজমেন্ট টিমের আগে আলোচনা সেরে ফেলেছেন। চলতি বছরের শেষেই মেগা নিলাম হবে আইপিএলের। তার আগে প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট।

 

দ্রাবিড় জানিয়েছেন, 'যে ফ্র্যাঞ্চাইজিকে আমি আমার 'ঘর' বলে জেনে এসেছি সেখানে ফিরে আসতে পেরে আমি সন্তুষ্ট। বিশ্বকাপের পর, আমি মনে করি এটা আমার জন্য আরেকটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আদর্শ সময়।'