আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। পাক নির্বাচকরা দুই তারকা ক্রিকেটারকে এশিয়া কাপের দলে রাখেননি।
প্রসঙ্গত, একটা সময় পাকিস্তানের টি–টোয়েন্টি দলের ভরসার জায়গা ছিলেন মহম্মদ রিজওয়ান। অধিনায়কও হয়েছেন। সেই মহম্মদ রিজওয়ানকে এশিয়া কাপের দলে নেননি নির্বাচকরা। অগত্যা ক্রিকেট খেলতে তাই অন্য দেশে পাড়ি দিলেন রিজওয়ান। পাকিস্তানের উইকেটকিপার এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন। তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে যোগ দিয়েছেন।
আফগানিস্তানের জোরে বোলার ফজলহক ফারুকির জায়গায় রিজওয়ানকে নিয়েছে প্যাট্রিয়টস। ফারুকি এ বার দেশের হয়ে খেলতে যাবেন। আমিরশাহি এবং পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ রয়েছে আফগানিস্তানের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্যাট্রিয়টসের খেলা রয়েছে বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচে রিজওয়ান খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। না হলে ২৪ আগস্ট অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে মাঠে নামতে পারেন মহম্মদ রিজওয়ান।
পাক বোর্ডের তরফে মহম্মদ রিজওয়ানকে খুব সহজেই নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রথম বার সিপিএলে খেলবেন রিজওয়ান। পাকিস্তানের অনেকেই এই লিগে খেলেন। বৃহস্পতিবারই রিজওয়ান মুখোমুখি হতে পারেন উসামা মিরের, যিনি অ্যান্টিগার হয়ে খেলেন। রিজওয়ানের দল প্যাট্রিয়টসের হয়ে পাকিস্তানের নাসিম শাহ এবং আব্বাস আফ্রিদি খেলেন।
এছাড়াও ফ্যালকন্সের হয়ে খেলেন ইমাদ ওয়াসিম, ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেন মহম্মদ আমির এবং জামাইকা টালাওয়াসের হয়ে খেলেন সলমন ইরশাদ। পাক ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, এক বছরে সর্বোচ্চ দুটো বিদেশি লিগে খেলতে পারেন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। আগেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেছেন রিজওয়ান। এ বার খেলবেন সিপিএলে। অর্থাৎ আর কোনও বিদেশি লিগে এ বছর আর খেলতে পারবেন না তিনি।
প্রসঙ্গত, এশিয়া কাপের জন্য ১৭ জনের দল কিছুদিন আগেই ঘোষণা করে পাকিস্তান। যে দলে জায়গা হয়নি মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের। এদিকে দল থেকে বাদ পড়ার পর আরও বড় আঘাত নেমে এসেছে বাবর ও রিজওয়ানের উপরে। দুই তারকা ক্রিকেটার নেমে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। বি ক্যাটেগরিতে এখন তাঁরা। ৩০ জন খেলোয়াড়কে বি, সি ও ডি ক্যাটেগরিতে রাখা হয়েছে। ১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। এ ক্যাটেগরিতে রাখা হয়নি কাউকে।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ চলবে। গ্রুপ এ–তে রয়েছে পাকিস্তান। একই গ্রুপে আছে ভারত, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর।
পাকিস্তান ক্রিকেটের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিল। সম্প্রতি টি–২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান। ০–১ এ সিরিজে পিছিয়ে থেকে ২–১ এ জেতে ক্যারিবিয়ানরা।
