আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে গ্রেটার নয়ডায় আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভেজা থাকায় টেস্ট শুরু করা যায়নি। সোমবার সেখানে বৃষ্টি না হলেও মাঠ ভেজা ছিল। যার ফলে টেস্টের প্রথম দিন একটি বলও খেলা হয়নি। দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই প্রথম লাল বলের ক্রিকেটে মুখোমুখি হবে দুই দেশ। কিন্তু ভেস্তে দিল আবহাওয়া। শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠ জলে থইথই। এর ফলে একটি প্র্যাকটিস সেশনও শেষ করতে পারেনি নিউজিল্যান্ড দল। রবিবার রাতে বৃষ্টি হয়। কিন্তু গোটা সোমবার এক পশলাও বৃষ্টি হয়নি। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির অভাবে একদিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও খেলার জন্য মাঠ তৈরি করে ফেলা সম্ভব হয়নি। সঙ্গে যুক্ত হয় অনভিজ্ঞ মাঠকর্মী। দুপুর একটার পর সুপার সপার চালানো শুরু হয়। আফগানিস্তানের ট্রেনিং সেশনের আগে টেবিল ফ্যান দিয়ে মাঠ শোকানো হয়। মাঠে যথাযথ মিডিয়া স্ট্যান্ডও নেই। ফ্যানদের বসার জায়গারও অভাব আছে।
আম্পায়াররা মোট ছ'বার মাঠ পর্যবেক্ষণ করেন। সঙ্গে নিউজিল্যান্ডের একাধিক প্লেয়ার বিভিন্ন সময় মাঠ পর্যবেক্ষণ করতে আসেন। এই তালিকায় অধিনায়ক টিম সাউদি ছাড়াও ছিলেন মিচেল স্যান্টনার এবং রচিন রবীন্দ্র। কিন্তু মিড অন এবং মিড উইকেটে জল জমে ছিল। ৩০ গজ বৃত্তের মধ্যেও একাধিক জায়গায় প্যাচ ছিল। একটা সময় মেঘ কাটিয়ে সূর্যের দেখা মেলায় মনে হয়েছিল হয়তো খেলা শুরু করা সম্ভব হবে। কিন্তু দুটো নাগাদ পিচ দেখে হতাশ হন উইলিয়ামসন। বিকেল চারটে নাগাদ জানা যায় প্রথমদিনের খেলা হবে না। বাকি চার দিন ৯৮ ওভার করে হবে। সকাল দশটার বদলে খেলা সাড়ে ন'টায় শুরু হবে। স্টেডিয়াম কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের এক কর্তা বলেন, 'চূড়ান্ত অব্যবস্থা। আমরা আর কোনওদিন এখানে খেলব না। এখানকার পরিকাঠামো নিয়ে প্লেয়াররাও অখুশি। আমাদের বলা হয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ না হলেও এটা আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে।' ২০১৬ সালে এই স্টেডিয়ামে দলীপ ট্রফিতে গোলাপী বলে খেলা হয়। ২০১৭ সেপ্টেম্বরে কর্পোরেট ম্যাচে গড়াপেটার জন্য এই স্টেডিয়াম ব্যান করে বিসিসিআই। সেই থেকে বোর্ডের অনুমোদিত কোনও খেলাই এখানে হয়নি। তবে অতীতে এই স্টেডিয়াম আফগানিস্তানের হোম গ্রাউন্ড ছিল।
