আজকাল ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে জয় দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই স্পটলাইট দখল করে নেন অভিষেক শর্মা। ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে গড়েন নতুন রেকর্ড। শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে মাত্র ২৭ বলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন বাঁ হাতি ওপেনার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে ভারতের দ্রুততম জয়। কুলদীপ যাদব এবং শিবম দুবের দাপুটে বোলিংয়ে শুরুতেই ম্যাচ ভারতের দখলে চলে আসে। দু'জনে সাত উইকেট তুলে নেয়। চার উইকেট কুলদীপের, তিন উইকেট শিবমের। ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে শেষ হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস। অল্প রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাওয়ার হিটিংয়ের প্রদর্শনী চলে। প্রথম বল থেকেই আগ্রাসী মনোভাব পাওয়া যায় ভারতীয় ওপেনারকে। হায়দার আলির বলে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান। পরপরই একটি চার মারেন।
এক বছরেরও বেশি সময়ের পর দেশের জার্সিতে টি-২০ খেলতে নামেন শুভমন গিল। ২০ রানে অপরাজিত থাকেন। দুর্ধর্ষ ফ্লিকে স্কোয়ার লেগের ওপর দিয়ে ছয় মারেন। কিন্তু স্কোরবোর্ড সচল রাখেন অভিষেক। ধ্রুব পরাসরের বলে ব্যাকফুটে ছয় মারেন। রান তাড়া করতে নেমে ভীত গড়ে দেন অভিষেক। প্রবেশ করেন এলিট তালিকায়। টি-২০ তে প্রথম বলে ছয় মারার নজির গড়লেন বাঁ হাতি তরুণ। ভারতীয়দের মধ্যে এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়াল এবং সঞ্জু স্যামসন। এশিয়া কাপ শুরুর আগের দিনই বোঝা গিয়েছিল ফর্মে আছেন অভিষেক। প্রথম ম্যাচের আগের দিন ব্যাটিং প্র্যাকটিসে ২৫ থেকে ৩০টি ছক্কা হাঁকান তরুণ বাঁ হাতি। ভারতের প্র্যাকটিস সেশনের মূল আকর্ষণ ছিলেন অভিষেক। মঙ্গলবার ভারতের ঐচ্ছিক ট্রেনিং সেশন ছিল। নেট বোলারদের বিরুদ্ধে বলে বলে ছক্কা হাঁকান। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২৫ থেকে ৩০টি ছয় মারেন।
মাত্র ৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এর আগে টিম ইন্ডিয়ার সবচেয়ে দ্রুততম জয় ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। দুবাইয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপে ৬.৩ ওভারে জয় তুলে নিয়েছিল ভারত। এদিন সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। বোলাররা অভিষেক, গিলদের রুখতে পারেনি। যে মনোভাব নিয়ে শুরু করেন অভিষেক, পরের ম্যাচের আগে বিশেষ বার্তা দিয়ে দেন বিপক্ষ শিবিরে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণ।
