আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের সংসারে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। একজন আকাশদীপ। দ্বিতীয়জন অভিমন্যু ঈশ্বরণ। 

অস্ট্রেলিয়া সিরিজে খেলেছিলেন আকাশদীপ। আর রাহুল দ্রাবিড়ের মন্ত্রে বদলে গিয়েছিলেন অভিমন্যু। 

দ্রাবিড়ের পরামর্শ ছিল, ''রান নয়, রান করার প্রক্রিয়ায় বেশি মন দাও। কত রান করবে, তা নিয়ে বেশি ভেবো না। রান তুলবে কী ভাবে, সেই নিয়েই বেশি ভাবো।''

রাহুল দ্রাবিড়ের দেওয়া এই মন্ত্র ও ব্যাটিংয়ের টেকনিক ও মানসিকতায় রদবদল এসেছিল ঈশ্বরণের ব্যাটিংয়ে। এবার ইংল্যান্ড সফরে তিনি কী করেন সেটাই দেখার। 

অন্যদিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছিলেন আকাশদীপ। কামিন্সকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন। ওই ছক্কা দেখে শান্ত থাকতে পারেননি
স্বয়ং বিরাট কোহলিও। 

আকাশের প্রাক্তন কোচ অরুণ লাল বলেছিলেন,''ঝাড়খণ্ডের বিরুদ্ধে আটটা ছক্কা মেরে হাফ সেঞ্চুরি করেছিল আকাশ। সবকটা ক্লিন হিট। কী ছক্কাই না মারতে পারে ছেলেটা!''

একসময়ে টেনিস বল খেলে প্রতিদিন ৬ হাজার টাকা উপার্জন করতেন আকাশদীপ। এক মাসে খেলেই কুড়ি হাজার টাকা পেতেন তিনি। সেই ছেলেই যাচ্ছেন ইংল্যান্ড সফরে। 

অরুণ লাল বলেছিলেন, ''আকাশ নিজেই জানে না ওর ক্ষমতা। দারুণ ব্যাটের হাত। খুব ভাল অলরাউন্ডার হতে পারে। কিন্তু নিজের ব্যাটিং নিয়ে সেরকম ভাবনাচিন্তাই করে না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক বলেছি তুমি ভাল করে ব্যাটিং করো, কিন্তু ও খুব ক্যাজুয়াল নিজের ব্যাটিং নিয়ে।'' ইংল্যান্ড সফরে কি অন্য আকাশকে দেখা যাবে?