আজকাল ওয়েবডেস্ক: ভেঙ্কটেশ আইয়ারের ভবিষ্যৎ কী? অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কেকেআর-এর প্রাক্তন ব্যাটার অ্যারন ফিঞ্চ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে চিন্তাভাবনা করতে বলছেন। 

২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স। ফিঞ্চের মতে, আইপিএলের  নিলামের আগেই ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দেওয়া উচিত। 

নাইট শিবির তাঁকে রিটেন করার পরে মাত্র ১৪২ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। সহ অধিনায়ক করা হয়েছিল তাঁকে। একসময়ে ম্যাচ উইনার নিজের ফর্ম হাতড়ে বেরিয়েছেন এবারের আইপিএলে। সেই কারণেই ফিঞ্চ মনে করেন ভেঙ্কটেশ আইয়ারকে এবার ছেড়ে দেওয়া হোক। ফিঞ্চ বলেছেন, ''ভেঙ্কটেশ আইয়ারের মতো খেলোয়াড়কে ২৩.৭৫ কোটি টাকা দেওয়া একপ্রকার বাড়াবাড়ি। ধারাবাহিক পারফরম্যান্স তুলে ধরে ওই টাকার প্রতি সুবিচার করতে পারেনি।'' 
ফিঞ্চ আরও বলেন, ''ভেঙ্কটেশ আইয়ারকে 
ব্যাটিং অর্ডারে স্থানান্তরিত করা হয়েছে। ওর পজিশনের  বাইরে ব্যবহার করা হয়েছে, এবং ভূমিকা সম্পর্কে স্পষ্ট কিছু জানানোও হয়নি।  ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দেওয়া উচিত কেকেআরের।  এমন দামে আইয়ারকে কেনা উচিত যাতে তা উভয় পক্ষের জন্যই ভাল হয়।'' 

ফিঞ্চের মতে, এই সিদ্ধান্ত কেবল ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করবে তা নয়, ভেঙ্কটেশ আইয়ারেরও আত্মবিশ্বাস বাড়াবে। ফিঞ্চ বলেন, ''ভেঙ্কটেশ একজন প্রমাণিত ম্যাচ উইনার। কিন্তু যদি তার রিটার্ন বিনিয়োগের সঙ্গে না মেলে, তা হলে বুদ্ধিমানের কাজ হল পুনরায় চুক্তি করা।'' 

আসন্ন নিলামের আগে কলকাতার জন্য ফিঞ্চের পরামর্শ, ''আইয়ারকে  তাকে ছেড়ে দিন, পার্সে আরও নমনীয়তা তৈরি করুন, এবং আরও যুক্তিসঙ্গত মূল্যে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করুন।'' 
বু ধাবিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মিনি নিলাম হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫-১৬ তারিখ নাগাদ ইভেন্ট হবে। এবার নিয়ে তৃতীয় বছরও দেশের বাইরে হবে নিলাম। শেষ দুটো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা ও দুবাইয়ে। এবার মিনি নিলাম হবে আবু ধাবিতে। 

আইপিএল-২০২৬ মরশুমের উত্তেজনা বাড়তে শুরু করে দিয়েছে। আইপিএলের  অফিসিয়াল সম্প্রচারক চ্যানেল জিওস্টার স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ১৫ নভেম্বর ঘোষণা করবে। ব্রিসবেনে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে যায়। ভারত সিরিজ জিতে নেয়। তার পরই  আইপিএল-এ খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার প্রতীক্ষিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়। আইপিএল ২০২৬-এর নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত।
যেহেতু গত বছরই একটি মেগা নিলাম হয়েছিল আইপিএলে। ফ্র্যাঞ্চাইজিগুলি যাতে তিন বছরের চক্রের জন্য দল তৈরি করতে পারে, তাই এই বছর ধরে রাখা খেলোয়াড়ের সংখ্যা কিছুটা আলাদা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তার কোনও সীমা থাকবে না।

বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ট্রেডিং উইন্ডোতে সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে। এমন একটি সময়ে উইন্ডো সক্রিয় যখন খেলোয়াড়দের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিনিময় করতে পারে বা কিনতে পারে।