আজকাল ওয়েবডেস্ক: তিনি ক্রাইসিস ম্যান, এক্স ফ্যাক্টর। ওয়াঘার ওপার থেকে বলা হচ্ছে আইপিএল নিলামে তাঁর দর উঠবে ৫০ কোটি টাকা। সেই ঋষভ পন্থ দলকে বাঁচাবেন, দলের খারাপ সময়ে রুখে দাঁড়াবেন কিন্তু নেতৃত্ব পাবেন না। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সেই প্রশ্ন তুলে দিলেন। 

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামেন পন্থ। সেই পথ দুর্ঘটনার পরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রত্যাবর্তন ঘটে তাঁর। প্রতিবেশী দেশের বিরুদ্ধে দুরন্ত খেলেছিলেন পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি সবঅর্থেই হয়ে উঠেছিলেন টিম ইন্ডিয়ার ক্রাইসিস ম্যান। যখনই দল বিপদে পড়েছে তখনই বাঁ হাতি পন্থের ব্যাট চওড়া হয়ে উঠেছে। ওয়াংখেড়ে টেস্টে তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ভারতের জয়ের সম্ভাবনা ছিল।

পন্থ ফিরতেই ভারতও হার মানে।  সেই পন্থ সম্পর্কেই আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''দলীপ ট্রফির দলে পন্থকে নেওয়া হল কিন্তু অভিমন্যু ঈশ্বরণকে ক্যাপ্টেন করা হল। পন্থ একজন খেলোয়াড় হিসেবে নামল কিন্তু নেতৃত্ব পেল না। আমরা তো সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছিলাম। ওর কি ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা নেই?'' 

ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রসঙ্গ উত্থাপ্পন করে আকাশ চোপড়া বলেন, ''হোম সিজন শেষ। এখন আমাদের মনে হচ্ছে ওকে নেতৃত্ব দিলে ভাল হয়। ও আমাদের বাঁচাবে, আমাদের ক্রাইসিস ম্যান। হতশ্রী ব্যাটিং কন্ডিশনেও পন্থ ভাল ব্যাটিং করবে। প্রাধান্য নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে খেলবে, ছক্কা হাঁকাবে আবার ডিফেন্স করবে। কোথাও কি পন্থের প্রতি অবিচার করা হচ্ছে? দলীপ ট্রফিতে ওকে নেতৃত্ব দেওয়া হল না। এখন টেস্ট ক্রিকেটে দেশের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার।'' 
ঘরোয়া টুর্নামেন্টে কেন নেতৃত্ব পাবেন না পন্থ সেটাই বিশ্বাস হচ্ছে না আকাশ চোপড়ার।