আজকাল ওয়েবডেস্ক: রবিবার মরুশহরে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারত। সোমবার অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের ছেলেরা ৩-২ গোলে মাটি ধরাল পাকিস্তানকে।
এক দিনের ব্যবধানে ক্রিকেট ও ফুটবলে ভারতের 'দাদাগিরি' অব্যাহত রইল। ক্রিকেটে দুবাইয়ে। আর ফুটবলে কলম্বোয় ভারতের দাপট অব্যাহত থাকল। দুই প্রতিবেশি দেশ আগেই সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছে। প্রথম দুটো ম্যাচেই জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। কেউই গ্রুপে দ্বিতীয় হতে রাজি নয়। মাঠে তারই প্রতিফলন ঘটল।
এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে হ্যারিস রউফের অঙ্গভঙ্গি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাক ফুটবল ম্যাচে পাক ফুটবলারের 'চা উদযাপন' নিয়ে চর্চা হচ্ছে খুব। ৩১ মিনিটে ভারতকে এগিয়ে দেন গাংতে। ভারত বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। গোল করার ১২ মিনিট পরেই পেনাল্টি থেকে সমতা ফেরায় পাকিস্তান। স্পট কিক থেকে গোলটি করেন আবদুল্লা। বিরতির সময় খেলার ফল ছিল ১-১। আবদুল্লা গোলের পরই বিচিত্র ভঙ্গি করতে থাকেন।
আরও পড়ুন: ফকরের আউট বিতর্কে আফ্রিদির নিশানায় এবার আইপিএল, ভারত-পাক ম্যাচ নিয়ে চর্চা আর কমছে না...
গোল করার পর তিনি কর্নার ফ্ল্যাগের দিকে দৌড় শুরু করেন। মাটিতে বসে চা খাওয়ার ভঙ্গি করেন। সেই উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সেলিব্রেশন করে বিমান ভেঙে পড়ার ভঙ্গি দেখান।
গোল করার পরে আবদুল্লা কেন চা খাওয়ার ভঙ্গি করলেন? এই সেলিব্রেশন দেখে অনেকেই ফিরে যাচ্ছেন ২০১৯ সালে। পাকিস্তান বন্দি করেছিল ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যায় তিনি চা খাচ্ছেন। পাকিস্তানের অনূর্ধ্ব ১৭ ফুটবলার আবদুল্লার চা খাওয়ার ভঙ্গির সঙ্গে অনেকেই অভিনন্দনের চা খাওয়ার ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।
এশিয়া কাপে সুপার ফোরের ভারত-পাক ম্যাচে গ্যালারি থেকে বারবার বিরাট কোহলির নাম ধরে স্লোগান দিচ্ছিলেন ভারতের সমর্থকরা। তাঁদের সেই স্লোগানের জবাবে হ্যারিস রাউফ যুদ্ধবিমান পতনের ইশারা করেন। কলম্বোয় আবদুল্লাও সেই ইঙ্গিতই করেছিলেন। হ্যারিস রউফের ইঙ্গিতের সঙ্গে আবদুল্লার ইঙ্গিত মিলে যাচ্ছে। পাক ফুটবলারের এহেন ইঙ্গিত কিন্তু নতুন করে বিতর্ক তৈরি করছে।
সাফ চ্যাম্পিয়নশিপের ফুটবল ম্যাচে বিরতির পরে বিবিয়ানো ফার্নান্দেজের দল অ্যাডভান্টেজ পায়। শুভম পুনিয়ার দৌড়ে পাকিস্তান রক্ষণ কেঁপে যায়। তাঁর বাড়ানো বল থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন গুণলেইবা। খেলা তখন ৬৩ মিনিট গড়িয়েছে। এর সাত মিনিট বাদেই পাকিস্তান ফের সমতা ফেরায়। দু' বার পিছিয়ে থেকে পাকিস্তান ম্যাচে ফিরে আসে। ৭৪ মিনিটে ভারতের রাহান আহমেদ গোল করে ৩-২ করেন।
What Is That For A Celebration #SAFFU17 #INDvsPAK
— IndiaSportsHub (@IndiaSportsHub)
U17 kids ????????
???? SportzWorkz pic.twitter.com/lDp5m3kxB8Tweet by @IndiaSportsHub
ভূটানের বিরুদ্ধে শেষ ম্যাচে রাহান গোল করেছিলেন। সেই তিনিই এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে রক্ষা করেন। পাকিস্তানকে হারানোর ফলে ভারত গ্রুপে শীর্ষে রইল। মালদ্বীপকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ভারত। অন্য ম্যাচে ভারত ১-০ গোলে হারায় ভূটানকে। এদিন পাকিস্তানকে তুল্য মূল্য ম্যাচে হারায় ভারত। চলতি মাসের ২৫ তারিখ শেষ চারে ভারতের সামনে বাংলাদেশ।
আরও পড়ুন: ভারতকে হারাতে হবে, পাকিস্তানকে যে দাওয়াই দিলেন ইমরান শুনলে চমকে যাবেন...
