মিল্টন সেন: দীর্ঘ ২০ বছর পর ফের বাংলায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। আগামী এশিয়াডের জন্য খেলোয়াড় নির্বাচনও হবে এই চ্যাম্পিয়নশিপ থেকেই।
সোমবার হুগলির চুঁচুড়ায় নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় শুরু হল ৫৪তম সিনিয়র মেন্স জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সার্ভিসেস দলের খেলোয়াড়রা।
টানা ছয় দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার ইন্ডোর কমপ্লেক্স ও আউটডোর মাঠে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আগামী ২০ ডিসেম্বর মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য, টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আনন্দেশ্বর পান্ডে, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি অতনু মজুমদার, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার সিইও তম্ময় রায়চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্টজন।
অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের মাঠ প্রদক্ষিণ, টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল চুঁচুড়ার ছাত্রছাত্রীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনার পাশাপাশি জাতীয় ও রাজ্য সঙ্গীত পরিবেশনা করা হয়।
‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে ১৫০ জনের কণ্ঠে বন্দে মাতরম গানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয় সোমবার। প্রথম ম্যাচে মুখোমুখি হয় কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ।
খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী। এদিন তিনি বলেন, ‘জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ আমার নিজের শহর চুঁচুড়ায় অনুষ্ঠিত হচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের। দীর্ঘদিন পর বাংলায় এত বড় একটি ইভেন্ট হচ্ছে। পাঁচদিন ধরে এটা একটা উৎসবের মতো চলবে। বাইরের রাজ্য থেকে আসা খেলোয়াড় ও দর্শকরা বাংলার সংস্কৃতি ও আতিথেয়তার স্বাদ পাবেন। আগামী দিনে নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় আরও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। টেকনো ইন্ডিয়া স্পোর্টস ইউনিভার্সিটির লক্ষ্য চুঁচুড়াকে আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে তুলে ধরা, সেই দিকেই আমরা এগোচ্ছি।’
ছবি: পার্থ রাহা
