আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। বুধবার শারজায় সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দলকে শেষ চারে তুললেন আইপিএলের নিলামের চমক। ১০ উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের জুনিয়ররা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান বৈভবের। ৪৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ৪টি ছয়, ৩টি চার। আইপিএলের নিলামের বেশ কয়েকদিন আগে থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৩ বছরের কিশোর। কোটিপতি লিগের ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার তিনি। সুতরাং, তাঁর দিকে যাবতীয় নজর ছিল। অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটার মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেও দল পান বৈভব। ১৩ বছরের বিরল প্রতিভাকে ১.১ কোটিতে কেনে রাজস্থান রয়্যালস। সেই থেকেই খবরের শিরোনামে।
রাজস্থানের মেন্টর রাহুল দ্রাবিড় জানান, 'সঠিক ক্রিকেটীয় পরিবেশে বেড়ে উঠবেন বৈভব। এই কারণেই তাঁকে নেওয়া।' প্রচারের আলোয় আসার পর থেকে হতাশ করেননি বিহারের ক্রিকেটার। এক আধটা ম্যাচ বাদ দিলে বাকিগুলোতে নিজের প্রতিভার ছাপ রাখেন বৈভব। নিলামের পর সৈয়দ মুস্তাক আলির প্রথম ম্যাচে রান পাননি সূর্যবংশী। পাকিস্তানের কাছে ৪৩ রানে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে জয়। ক্রিকেটের মিনোসদের ২১১ রানে হারায় ভারত। তৃতীয় ম্যাচে আরব আমিরশাহিকে উড়িয়ে সরাসরি শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করে ভারতীয় দল। সেমিফাইনালে গ্রুপ বি-র একনম্বরে দল শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারতের জুনিয়ররা। অন্য সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তান এবং শ্রীলঙ্কা অপরাজিত ছিল।
