আজকাল ওয়েবডেস্ক:‌ যশস্বী জয়সোয়ালের পারফরম্যান্সে মুগ্ধ রোহিত শর্মা। সর্বোচ্চ পর্যায়ে রানের খিদে ও শেখার ইচ্ছাই যশস্বীকে এগিয়ে দিয়েছে বলে মনে করেন রোহিত। এখনও অবধি ১১ টেস্টে জয়সোয়াল করে ফেলেছেন ১২১৭ রান। তার মধ্যে তিনটি শতরান রয়েছে। তার মধ্যে বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টে ৭০০–র বেশি রান করেছিলেন তিনি। 


নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছেন, ‘‌ছেলেটার মধ্যে সত্যিকারের প্রতিভা রয়েছে। যে কোনও পরিস্থিতিতে রান করার ক্ষমতা রাখে।’‌ এরপরই রোহিত জুড়ে দিয়েছেন, ‘‌তবে ও সবে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। তাই এখনই ওকে বিচার করা ঠিক হবে না। কিন্তু এই পর্যায়ে সফল হওয়ার সব গুণ ওর মধ্যে রয়েছে।’‌ তবে জয়সোয়াল এই খেলা ধরে রাখতে পারলে যে অনেকদূর যাবে তা জানিয়ে দিয়েছেন রোহিত। বলেছেন, ‘‌যশস্বী খেলাটা শিখতে চায়। কোনও ক্রিকেটার যখন প্রথম দলে আসে, তার মাইন্ডসেট অন্যরকম থাকে।’‌ রোহিতের কথায়, ‘‌বরাবর উন্নতি করতে চায় যশস্বী। রান করে গেলেও কখনও সন্তুষ্ট হয় না। আশা করব আগামীদিনেও এই খেলাটা ধরে রাখবে ও।’‌ 


সাম্প্রতিক অতীতে অনেক প্রতিভা এসেছে ভারতীয় ক্রিকেটে। আবার অনেকে হারিয়েও গেছেন। তাই সাবধানী রোহিত বলছেন, ‘‌আগামী দিনে ও কেমন পারফর্ম করে সেটাই আসল। তবে এই অল্প সময়ে যশস্বী যা করেছে, সেটাও কম নয়।’‌ যশস্বী বাঁহাতি হওয়ায় ভারতীয় দলে যে বিকল্প বেড়েছে তা স্বীকার করে নিয়ে রোহিত বলেছেন, ‘‌ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে যশস্বী। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটেও ভাল পারফর্ম করেছে। সেকারণেই ভারতীয় দলে সুযোগ পেয়েছে। আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটার হওয়ায় দলে বিকল্পও বেড়েছে।’‌