আজকাল ওয়েবডেস্ক:‌ পছন্দের জায়গা দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে মৃত দমদমের তরুণী। মৃতার নাম অঙ্কিতা ঘোষ বলে জানা গেছে। 


জানা গেছে, অঙ্কিতা বন্ধুদের সঙ্গে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফেরেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে–তে। খাওয়াদাওয়ার পর ঘুমোতে যান। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তরুণী পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে পর্যটন বিভাগ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 


প্রসঙ্গত, দিন কয়েক আগেই দার্জিলিং থেকে সান্দাকফু ঘুরতে গিয়ে মারা যান এক পর্যটক। মৃতের নাম আশিস ভট্টাচার্য (৬৫)। কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।