আজকাল ওয়েবডেস্ক: রাতের তাপমাত্রা কমছে। শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। তবে কি শীত আসছে? হাওয়া অফিসের কথায়, শীত আসতে এখনও দেরি। তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০–র নিচে নেমেছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে।
সোমবার থেকে আবহাওয়ার এই বদল এসেছে। বিশেষ করে রাতের দিকে বা ভোরের দিকে শিরশিরানি। যা এখন বজায় থাকবে। অর্থাৎ কালীপুজোয় ঠান্ডা ভাব অনুভূত হবে।
সোমবার থেকে আবহাওয়ার এই বদল এসেছে। বিশেষ করে রাতের দিকে বা ভোরের দিকে শিরশিরানি। যা এখন বজায় থাকবে। অর্থাৎ কালীপুজোয় ঠান্ডা ভাব অনুভূত হবে।
