আজকাল ওয়েবডেস্ক: ভারতের টপ অর্ডার প্রথম ইনিংসে পুরো ব্যর্থ। রান পাননি রোহিত, বিরাট, গিলরা। অশ্বিন–জাদেজার লড়াইয়ে ম্যাচে ফিরেছে ভারত। রোহিত ও বিরাট তাও খাতা খুললেও শূন্য রানে আউট হয়েছেন শুভমান। তার উপর আউট হয়ে ড্রেসিংরুমে তাঁর ও বিরাটের কাণ্ড দেখে ভক্তরা প্রশ্ন তুলেছেন। একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ড্রেসিংরুমে বসে হাসি ঠাট্টায় মগ্ন হেড কোচ গম্ভীর, গিল ও বিরাট। দল তখন একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে। দুই ব্যাটার রান পাননি। তার উপর হেড কোচ গম্ভীরের সঙ্গে আড্ডায় মেতে ওঠায় নেটিজেনরা বেশ বিরক্ত।
এক জন বলেছেন, ‘গম্ভীর, গিল ও বিরাট ড্রেসিংরুমে হাসি ঠাট্টায় মগ্ন।’ এরপরই একটি হাসির ইমোজি দিয়েছেন ওই ভক্ত। আর এক ভক্ত বলেছেন, ‘বিরাট কোহলি হাসিয়ে ছাড়ল গম্ভীরকে। দিল্লির ছেলেদের বন্ডিংটা দারুণ।’ আর একজনের কথায়, ‘ড্রেসিংরুমে আনন্দ করতে ব্যস্ত বিরাট, গম্ভীর ও গিল।’
এটা ঘটনা প্রথম ইনিংসে মাত্র ৩৪ রানের মধ্যে ভারতের তিন উইকেট পড়ে গিয়েছিল। রোহিত, বিরাট, গিল ফিরে গিয়েছিলেন সাজঘরে। পরিস্থিতি ধরেছিলেন পন্থ ও যশস্বী। তারা ফিরে গেলেও লড়াই চালিয়ে দলকে ভাল জায়গায় নিয়ে যান অশ্বিন ও জাদেজা। তাই গম্ভীর, বিরাট ও গিলের এই কাণ্ড মোটেও ভালভাবে নেয়নি নেটিজেনরা।
