আজকাল ওয়েবডেস্ক: কখনও পর্ন ছবি দেখেছেন? লাই ডিটেক্টরের সামনে মিথ্যে বলে ধরা পড়ে গেলেন অসি ক্রিকেটার উসমান খোওয়াজা। প্যাট কামিন্স, উসমান খোয়াজার মতো অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ‘লাই ডিটেক্টর’ টেস্টের সামনে বসেছিলেন। সেই পরীক্ষায় একাধিক ক্রিকেটারকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সবচেয়ে বেশি পড়তে হয় খোয়াজাকে।
যদিও অনুষ্ঠানটি আয়োজন ছিল নেছাকই মজা। পরীক্ষার সময় ক্রিকেটারদের কিছু মজার এবং ব্যক্তিগত প্রশ্ন করা হয়। অসত্য উত্তর দিলে একটি লাল আলো জ্বলে ওঠার পাশাপাশি হালকা ইলেকট্রিক শকও দেওয়া হচ্ছিল ক্রিকেটারদের। অনুষ্ঠান চলাকালীন আয়োজক খোয়াজাকে প্রশ্ন করেছিলেন, তিনি কখনও পর্ন ছবি দেখেছেন কিনা? খোয়াজার উত্তর ছিল ‘না’। সঙ্গে সঙ্গে লাল আলো জ্বলে ওঠার পাশাপাশি ইলেকট্রিক শকও খান খোয়াজা। যা দেখে অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটাররা হাসি সামলাতে পারেননি। তবে অসি অধিনায়ক কিন্তু কোনও কিছু লুকোননি। তাঁকেও একই প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, ‘হ্যাঁ’। এছাড়াও অনুষ্ঠানে আরও একটি মিথ্যা কথা বলেন খোয়াজা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গত বছর বিশ্বকাপের সময় গল্ফ কার্ট থেকে পড়ে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের চোট পাওয়ার ব্যাপারে। খোয়াজাকে প্রশ্ন করা হয়েছিল, ‘ম্যাক্সওয়েলের গল্ফ কার্ট থেকে পড়ে যাওয়া ইচ্ছাকৃত?’ জবাবে খোয়াজা বলেন, ‘না।’ এই উত্তরের পর ফের জ্বলে ওঠে লাল আলো।
