আজকাল ওয়েবডেস্ক:‌ খিচুড়ি খেয়েই যত বিপত্তি!‌ অভিযোগ, লক্ষ্মীপুজোর খিচুড়ি খাওয়ার পরেই বীরভূমে দু’‌জন মারা গেছে। তার মধ্যে এক জন বাচ্চা মেয়ে। অসুস্থ অন্তত ১৫ জন। প্রসঙ্গত, বীরভূমের রাজনগর ছোটবাজার এলাকার মন্দিরে প্রতিবছর লক্ষ্মীপুজো হয়। গত রবিবার পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। পরেরদিন মন্দির সাফাই করতে গিয়ে ছোটবাজার ও মালিপাড়ার লোকেরা বাসি খিচুড়ি খান। অভিযোগ, এরপরই একে একে অসুস্থ হতে থাকেন অনেকে। মারা যান দু’‌জন। মৃতদের নাম সাধু বাগদি (‌৫৫)‌। অন্যজন পাবর্তী বাগদি (‌৫)‌। বাকিদের চিকিৎসা চলছে। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।