আজকাল ওয়েবডেস্ক: তিন বছরে খরচ করেছিলেন আট লক্ষ টাকা। দিন রাত এক করে তিলে তিলে গড়ে তুলেছিলেন দু'টি ইউটিউব চ্যানেল। এত খাটনির পরেও নিটফল শূন্য। সেই রাগে চ্যানেলের সব ভিডিও মুছে ফেললেন ইউটিউবার নলিনী উনগর। ভিডিও তৈরি করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রি করে দেওয়ার জন্য সমাজমাধ্যমে একটি পোস্ট করেন নলিনী। সেখানেই তিনি ক্ষোভ উগরে দিলেন ইউটিউবের বিরুদ্ধে।

তিনি জানিয়েছেন, তিন বছর আগে রান্না শেখানোর জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরির সিদ্ধান্ত নেন তিনি। স্টুডিয়োও তৈরি করে ফেলেন। রান্না করার রকমারি সরঞ্জামও কেনেন। ইউটিউব চ্যানেল খুলতে সব মিলিয়ে আট লক্ষ টাকা খরচ করে ফেলেছিলেন নলিনী। কিন্তু চ্যানেল খোলার পর সে রকম দর্শক পাচ্ছিল না তাঁর ভিডিওগুলি।  এর পরেই তিনি বিরক্ত হয়ে সব ভিডিও মুছে দেন।

নলিনী লিখেছেন, ''আমি ইউটিউবের মাধ্যমে কেরিয়ার গড়তে ব্যর্থ হয়েছি। তাই আমি আমার রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এবং স্টুডিয়োর সরঞ্জাম বিক্রি করছি। যদি কেউ কিনতে আগ্রহী হন, দয়া করে আমাকে জানান।'' তাঁর স্বীকারোক্তি, তিন বছরে আট লক্ষ খরচ করে ২৫০টি ভিডিও বানিয়ে আয় শূন্য।