আজকাল ওয়েবডেস্ক:‌ জাতীয় পতাকায় মোড়া তাঁর দেহ। বিদায় রতন টাটা। বুধবার রাতে তিনি প্রয়াত হন। বৃহস্পতিবার হবে তাঁর শেষকৃত্য। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টাটা পরিবার সূত্রে খবর, সাড়ে ৩টের সময় প্রয়াত শিল্পপতির দেহ শেষযাত্রা শুরু হবে নরিম্যান পয়েন্ট থেকে। ৪টের সময় শুরু হবে শেষকৃত্যের কাজ। পরিবারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‌রতন টাটার মরদেহ সাড়ে ১০টার সময় মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন।’‌ 


এদিকে, বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি এবং বৈঠক বাতিল করা হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।
ইতিমধ্যেই রতন টাটার মরদেহ নরিম্যান পয়েন্টে পৌঁছে গেছে। রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপিএস ওলি। 


প্রসঙ্গত, বয়সজনিত সমস্যার জন্য গত কয়েকদিন ধরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। গত রবিবার আচমকাই রটে যায়, রতন টাটার শারীরিক অবস্থা সঙ্কটজনক। কিন্তু সোমবার সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়ো। নিয়মমাফিক চেক–আপের জন্যই তিনি হাসপাতালে এসেছেন। কিন্তু বুধবার রাতে এল সেই খবর। প্রয়াত রতন টাটা।