আজকাল ওয়েবডেস্ক:‌ সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন স্বামীপ্রসাদ মৌর্য। গত ১৩ ফেব্রুয়ারি এসপি–র জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মৌর্য। মঙ্গলবার দলের সদস্যপদ ছাড়ার পাশাপাশি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।
এসপি প্রধান অখিলেশ যাদবকে চিঠিতে মৌর্য জানিয়েছেন, ‘‌আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু ১২ তারিখ বৈঠকের পর ১৩ তারিখ আমি সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছি। তারপর থেকে আমার সঙ্গে কোনও কথা বা বৈঠক করা হয়নি। সেকারণেই দলের সদস্যপদ ছেড়ে দিলাম। একইসঙ্গে দলীয় বিধায়ক পদও ছাড়লাম নৈতিকতার কারণে।’‌ প্রসঙ্গত, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন মৌর্য। পাশাপাশি রামচরিতমানস ও অযোধ্যা মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। যা নিয়ে বিতর্ক হয়েছিল। মৌর্যর দাবি, দল সে সময় তাঁর পাশে দাঁড়ায়নি। এরপরেই ধাপে ধাপে সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি।