আজকাল ওয়েবডেস্ক: দল জিতলেও স্লো ওভাররেটের জন্য জরিমানা হল পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারের। ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে তাঁর।
বুধবার চেন্নাইকে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এসেছে পাঞ্জাব। কিন্তু নির্দিষ্ট সময়ে পুরো ২০ ওভার শেষ করতে পারেনি পাঞ্জাব। তাই ১৯ তম ওভারে যজুবেন্দ্র চাহাল যখন বল করছিলেন, তখন আরও এক ফিল্ডারকে সার্কেলের ভিতর রাখতে হয়েছিল। স্লো ওভাররেটের ফলেই। যদিও তাতে চাহালের হ্যাটট্রিক আটকায়নি।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘চেন্নাইয়ের বিরুদ্ধে চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার নির্দিষ্ট সময়ে পুরো ওভার শেষ করতে পারেননি। তাই জরিমানা করা হল। এই ঘটনা পাঞ্জাবের এই প্রথম। যা আইপিএলের ২.২ ধারায় পড়ে। ফলে আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।’
ম্যাচে অবশ্য দুর্দান্ত খেলেছে পাঞ্জাব। চেন্নাই প্রথমে ব্যাট করে তুলেছিল ১৯০। স্যাম কারান করেন ৮৮। চাহাল করেন হ্যাটট্রিক। জবাবে ১৯.৪ ওভারেই জয়ের রান তুলে নেয় পাঞ্জাব। জয় আসে চার উইকেটে। আইয়ার করেন ৭২। প্রভসিমরন গিল করেন ৫৪। কেকেআরের বিরুদ্ধেও ভাল খেলেছিলেন গিল। এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে পাঞ্জাব।
