আজকাল ওয়েবডেস্ক:‌ একদিনের দলে অপরিহার্য্য তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে অনেক দিন ধরেই নেওয়া হচ্ছে না শ্রেয়স আয়ারকে। বাধ্য হয়ে ঘরোয়া ক্রিকেটেই মন দিতে চাইছেন তিনি। দলীপ ট্রফিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছেকে মর্যাদা দিয়ে তাঁকে দলেও নিয়েছেন নির্বাচকেরা। পশ্চিমাঞ্চলের হয়ে খেলবেন শ্রেয়স।


শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলের নেতৃত্বে শার্দূল ঠাকুর। শ্রেয়স ছাড়াও ইংল্যান্ড সফরের দলে থাকা যশস্বী জয়েসওয়ালকে নেওয়া হয়েছে। আছেন সরফরাজ খান, ঋতুরাজ গায়কোয়াড়ও। সৌরাষ্ট্রের হার্ভিক দেসাই এবং মহারাষ্ট্রের সৌরভ নাওয়ালে উইকেটকিপার। এ বারই আঞ্চলিক ফরম্যাটে ফিরে গিয়েছে দলীপ ট্রফি।


দল ঘোষণার আগেই মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছিলেন, শ্রেয়স নিজেই খেলার কথা জানিয়েছিলেন। দেশের হয়ে ১৪টা টেস্ট খেলেছেন শ্রেয়স। একটা শতরান এবং পাঁচটা অর্ধশতরান রয়েছে। কিন্তু ২০২৪–এর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ড সিরি‌জের পর আর ভারতের হয়ে খেলেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে ভূমিকা নিয়েছেন।


শ্রেয়সের অধিনায়কত্বে আইপিএল ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস। তবে ইংল্যান্ড সিরিজের দলে জায়গা পাননি। নির্বাচকেরা আস্থা দেখিয়েছেন করুণ নায়ারের উপরে। ওভালে প্রথম ইনিংসে অর্ধশতরান করা ছাড়া করুণ বিশেষ কিছু করে দেখাতে পারেননি। 


অন্যদিকে, দলীপ ট্রফির দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল। সেখানে ১৫ দলে নেই চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের নাম। অধিনায়ক করা হয়েছে শার্দূল ঠাকুরকে। দলে আছেন শ্রেয়স আইয়ার, সরফরাজ খানরা। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩–র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। অন্যদিকে একই বয়সের রাহানে ২০২৩–র জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে খেলেছিলেন। নাইট অধিনায়ক ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে ভাল খেলেছেন। একাধিকবার ইচ্ছাপ্রকাশ করেছেন, দেশের হয়ে ফের ক্রিকেট খেলতে চান। কিন্তু সম্ভবত সেই রাস্তা বন্ধ হতে চলেছে রাহানে–পূজারার।


পূজারা বর্তমানে ভারত–ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন। আর রাহানে কিছুদিন আগেও আইপিএলে নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন।
প্রসঙ্গত, গতবছর দলীপ ট্রফির ফরম্যাটে পরিবর্তন এনেছিল বোর্ড। আগের মতো জোনাল ফরম্যাটে না করে গতবছর ওই টুর্নামেন্ট করা হয়, বাছাই করা কিছু ক্রিকেটারকে চার দলে ভাগ করে। তাতে জাতীয় দলের চৌহদ্দিতে থাকা বেশ কয়েকজন এই টুর্নামেন্টে খেলেছেন বটে, আবার অনেক ‘যোগ্য’ ক্রিকেটার নাকি বাদও গিয়েছেন। চলতি বছর আগের মতো ৬ জোনে ভাগ করে হবে দলীপ ট্রফি। সেক্ষেত্রে ইস্ট জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন এবং নর্থ ইস্ট জোনের টিম অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।

এদিকে, ওভালে ২২৪ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫২ রানে অপরাজিত ছিলেন করুণ নায়ার। দ্বিতীয় দিন আর মাত্র ৫ রান যোগ করেই তিনি ফেরেন। আর ভারতের ব্যাটিংও তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ হয়ে গেল ২২৪ রানে।

শুক্রবার খেলা শুরুর ২৭ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। পাঁচ উইকেট পেলেন চলতি সিরিজে প্রথমবার খেলতে নামা গাস অ্যাটকিনসন। তিন উইকেট জস টংয়ের।