আজকাল ওয়েবডেস্ক: জেরুজালেমের উপকণ্ঠে এক বন্দুকবাজের হামলা কমপক্ষে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। ইজরায়েলি পুলিশ এটিকে জঙ্গি হামলা বলে দাবি করেছে। পুলিশ আরও জানিয়েছে যে অপরাধীদের নিকেশ করা হয়েছে।
জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। ইসরায়েলের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে জেরুসালেমে জঙ্গিরা একটি বাসে উঠে যাত্রীদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা গুরুতর আহত হয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, “সকাল স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট (ভারতীয় সময় ৭টা ১৩ মিনিটে) জেরুসালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনে বন্দুকবাজের হামলায় প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।”
আরও পড়ুন: ওজন কমান, পয়সা কামান, এই সংস্থা ওজন কমানোর জন্য এক কোটি ২৩ লক্ষ টাকা অফার করছে কর্মীদের!
ম্যাগেন ডেভিড অ্যাডমের এক বিবৃতি উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, জরুরি পরিষেবা এবং চিকিৎসা দল চার জনকে মৃত বলে ঘোষণা করেছে। মৃতদের একজনের বয়স প্রায় ৫০ বছর এবং বাকি তিন জন পুরুষ প্রায় ৩০ বছর বয়সী। প্যারামেডিক এবং অ্যাম্বুলেন্স ক্রুরা চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং পাঁচজন গুরুতর আহত ব্যক্তিকে জেরুসালেমের হাসপাতালে পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিভিন্ন মাত্রার আঘাত সহ আরও বেশ কয়েকজন আহত ব্যক্তিকেও ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

হামলার একটি ভিডিও ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সকালের ব্যস্ত সময়ে একটি ব্যস্ততম বাস স্টপ থেকে কয়েক ডজন লোক দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছনো প্যারামেডিকরা একটি বিশৃঙ্খল পরিস্থিতি বর্ণনা করেছেন, যেখানে এলাকা জুড়ে ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং বেশ কয়েকজন আহত ব্যক্তি বাস স্টপের কাছে রাস্তা এবং ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন।
টাইমস অফ ইসরায়েলের মতে, জেরুসালেমের রামোট জংশনে ভয়াবহ হামলা চালানো জঙ্গিরা একটি অস্থায়ী ‘কার্লো’ সাবমেশিন গান ব্যবহার করেছিল। যেটি কার্ল গুস্তাভ নামেও পরিচিত। অতীতে অসংখ্য প্যালেস্তিনীয় হামলায় এই বন্দুকটি ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: 'একদম ঠিক করেছে', ট্রাম্পকে তুষ্ট করতে উঠে পড়ে লেগেছেন জেলেনস্কি? তাতেই কি ঘুরিয়ে আক্রমণ ভারতকে!
কে বা কারা কী উদ্দেশ্য এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামাসকে অস্ত্র ত্যাগ করে সমস্ত বন্দিকে মুক্তি দেওয়ার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়ার কয়েকদিন পরেই এই হামলা চালানো হয়েছে। এই সতর্কবার্তার পরেই ইজরায়েলি সেনাবাহিনী গাজা শহরের চারপাশে বোমা হামলা ও অভিযান তীব্র করেছে। প্রায় দুই বছরের ভয়াবহ সংঘাতের পর অবশেষে হামাসকে পরাজিত করার লক্ষ্যে গাজা শহরটি দখলের প্রতিশ্রুতি দিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।
ইজরায়েলি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১,২১৯ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইজরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৬৪,৩৬৮ জন প্যালেস্তিনীয় নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক।
