আজকাল ওয়েবডেস্ক: থানার ভিতরেই রাগের বশে এক নেতাকে গুলি করলেন আরেক নেতা। বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড়ের বিরুদ্ধে জোটসঙ্গী শিবসেনা নেতা মহেশ গায়কোয়াড়ের উপর গুলি চালানোর অভিযোগ উঠে। ঘটনায় গুরুতর আহত মহেশ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে মহারাষ্ট্রের উল্লাসনগরের হিল লাইন থানায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে শিবিরের নেতা মহেশ এবং বিজেপি বিধায়ক তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। আর তার জেরেই মহেশের উপর চার রাউন্ড গুলি চালান বিধায়ক গণপত। ঘটনায় আহত হন শিবসেনা বিধায়ক রাহুল পাটিলও। আপাতত দু’জনেরই ঠাণের হাসপাতালে চিকিৎসা চলছে। গ্রেপ্তার করা হয়েছে গণপত গায়কোয়াড়কে। যে বন্দুক থেকে গুলি চালানো হয়, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের বাইরে ভিড় করেন শিবসেনা কর্মী, সমর্থকরা। এদিকে, নিজের ভুল স্বীকার করেছেন গণপত। এই ঘটনায় আদালতের নির্দেশ তিনি মেনে নেবেন বলেই জানিয়েছেন। এদিকে, জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শিবসেনা সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের বাইরে ভিড় করেন শিবসেনা কর্মী, সমর্থকরা। এদিকে, নিজের ভুল স্বীকার করেছেন গণপত। এই ঘটনায় আদালতের নির্দেশ তিনি মেনে নেবেন বলেই জানিয়েছেন। এদিকে, জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শিবসেনা সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
