আজকাল ওয়েবডেস্ক: দু’দিন আগেই বাগদান সম্পন্ন হয়েছে শচীন পুত্র অর্জুন ও সানিয়া চান্দোকের। এদিকে, হবু ননদ সারা তেন্ডুলকারের পাইলেটস (ফিটনেস সংক্রান্ত) অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানেও সানিয়া উপস্থিত ছিলেন।
বাগদানের পর থেকেই আগ্রহের কেন্দ্রে অর্জুন–সানিয়া। এর মধ্যেই ভাইরাল হয়েছে একটা পুরনো অনুষ্ঠানের ছবি এবং ভিডিও। আন্ধেরিতে সারার পাইলেটস অ্যাকাডেমির উদ্বোধনে তেন্ডুলকার পরিবারের সকলের সঙ্গে সানিয়াও ছিলেন। শচীন, অঞ্জলি তেন্ডুলকার, সারা, অর্জুনের সঙ্গে ছিলেন সানিয়া। ওই অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়া অল্প কয়েক জন ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন। সানিয়াকে সেই অনুষ্ঠানে বিভিন্ন কাজে সাহায্য করতেও দেখা গিয়েছে। সকলকেই একসঙ্গে হাসি মুখে দেখা গিয়েছে। সানিয়া যে বাগদানের আগে থেকেই তেন্ডুলকার পরিবারের এক জন হয়ে উঠেছেন, তা ওই অনুষ্ঠানের ছবি এবং ভিডিও থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। মুম্বইয়ে ব্যবসায়িক সাফল্যের পর দুবাইয়েও একটি শাখা খুলেছেন সারা।
প্রসঙ্গত, গত বুধবার অর্জুন এবং সানিয়ার বাগদান অনুষ্ঠান হয় ঘরোয়া ভাবে। দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। অর্জুন এখন গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আইপিএল খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর নিজস্ব সংস্থাও রয়েছে।
এটা ঘটনা, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই হতে চলেছেন শচীন পুত্র। ২৫ বছরের অর্জুন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি জোরে বোলার। ব্যাটের হাতও খারাপ নয়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) ম্যাচ খেলেছেন ১৮টি।
আরও পড়ুন: পদ্মশ্রী বুলা চৌধুরির বাড়িতে চুরি, মূল্যবান মেডেল নিয়ে পালাল চোর
সানিয়াও ব্যবসায়ী। তাঁর নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন সানিয়া। বেশ কিছু দিন ধরে তিনি এবং অর্জুন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের সম্মতিতে চার হাত এক করার সিদ্ধান্ত হয়।
এদিকে বাগদান হওয়ার পরেই শচীন পুত্রকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। অর্জুনের বয়স কম, মাত্র ২৫। এখনই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু কতটা সঠিক সিদ্ধান্ত এই নিয়ে জোর আলোচনা। এদিকে অর্জুনকে নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন পাঞ্জাব কিংস কর্ণধার প্রীতি জিন্টা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩ সালের সংস্করণের কথা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন মুম্বইয়ের তরুণ বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন। যদিও পারফরম্যান্স একেবারেই ভাল হয়নি। যা নিয়ে পাঞ্জাব কর্ণধার প্রীতি জিন্টা উদ্বিগ্ন ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, ‘আশা করি ও ঘুরে দাঁড়াবে। আমি এই তরুণ ক্রিকেটারকে নিয়ে উদ্বিগ্ন। ওকে আমি বাচ্চা ছেলেই মনে করি। ওর পদবী তেন্ডুলকার বলে নয়। আমি জানি, ও দারুণভাবে কামব্যাক করবে। আশা করি ওকে নিয়ে কেউ অযথা বিদ্রুপ করবেন না। প্রত্যেকের সঙ্গেই হতে পারে, একটা ম্যাচ খারাপ যেতেই পারে।’
