‌আজকাল ওয়েবডেস্ক:‌ সিরিজে আপাতত শ্রীলঙ্কা এগিয়ে ১–০ ব্যবধানে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার সিরিজের শেষ ম্যাচ। ভারত জিতে সমতা ফেরাতে চাইবে। 
দল ব্যর্থ হলেও নেতা রোহিত রয়েছেন ছন্দে। দুটো ম্যাচেই পেয়েছেন অর্ধশতরান। রবিবার দ্বিতীয় ম্যাচে ৬৬ করার সঙ্গে সঙ্গেই ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় তিনি চলে এসেছেন চার নম্বরে। তার রান এখন ১০,৮৩১। রাহুল দ্রাবিড়কে টপকে চার নম্বর স্থানটা দখল করে নিয়েছেন তিনি। ম্যাচে আরও রেকর্ড করেছেন রোহিত।



এখনও অবধি একদিনের ক্রিকেটে ৩১ শতরান ও ৫৭ অর্ধশতরান করেছেন রোহিত। শচীন তেন্ডুলকারের একটি রেকর্ডও টপকে গেছেন তিনি। ওপেনার হিসেবে শচীন আন্তর্জাতিক ক্রিকেটে ১২০ বার ৫০ বা তার বেশি রান করেছেন। তার মধ্যে ৪৫টি শতরান ও ৭৫টি অর্ধশতরান র‌য়েছে। আর রোহিত করে ফেলেছেন ৪৩ শতরান ও ৭৮টি অর্ধশতরান। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১২১ বার ৫০ বা তার বেশি রান করেছেন হিটম্যান।


এদিকে শেহবাগের একটি রেকর্ডও দ্রুত ভেঙে দিতে পারেন রোহিত। শেহবাগ ৫০ ওভারের ক্রিকেটে প্রথম দশ ওভারের মধ্যে সাত বার অর্ধশতরান করেছিলেন। রোহিতের ক্ষেত্রে সংখ্যাটা এখন চার। এদিকে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এখনও অবধি ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে প্রথম ১০ ওভারের মধ্যে রোহিত মেরেছেন ৫৪ ছয়। তালিকায় দুইয়ে ডেভিড ওয়ার্নার। সংখ্যাটা মাত্র ২৪।