আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন হওয়ার পরেই আরসিবির মালিকানায় বদল আসতে চলেছে?‌ পুরো বদল না হলেও হলে পারে মালিকানার আংশিক বদল। এমনটাই শোনা যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরসিবির বর্তমান মালিক ডিয়াজিও পিএলসি ফ্রাঞ্জাইজির মালিকানা আংশিক বা সম্পূর্ণ বিক্রি করে দিতে পারে। প্রথমবার আইপিএল জয়ের পর ফ্রাঞ্চাইজির ব্র‌্যান্ড ভ্যালু এতটাই বেড়ে গিয়েছে যে মালিকানা পুরোপুরি না হলেও আংশিক বিক্রি করে দিতে পারে ডিয়াজিও পিএলসি।


ইউনাইটেড স্পিরিটস লিমিটেড অফ ইন্ডিয়া ডিয়াজিও পিএলসি’‌র মাধ্যমে আরসিবি পরিচালনা করে আসছে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। যদিও ফ্রাঞ্চাইজির বর্তমান মূল্য সম্পর্কে এখনও কোনও অঙ্ক সামনে আসেনি। তবে সূত্রের খবর, মালিকানা পুরোপুরি হস্তান্তর করার জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকা অবধি দাম উঠতে পারে।


এদিকে বিক্রির খবর ছড়িয়ে পড়তেই ইউনাইটেড স্পিরিটের শেয়ারের মূল্য হু হু করে বেড়েছে। যদিও মালিকানা বিক্রির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
যদিও চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনায় ১১ জন মারা যাওয়ার পর চারিদিক থেকে সমালোচনা হয়েছে। কিন্তু মালিকানা বিক্রির খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি কিছুটা বদলেছে।


প্রসঙ্গত, ২০০৮ সালে বিজয় মালিয়ার কিংফিশার এয়ারলাইন্স কিনেছিল আরসিবি। কিন্তু মালিয়া পরে তা দিয়ে যান ডিয়াজিও পিএলসি’‌র হাতে। সেই মালিকানা আবার বিক্রি হতে পারে।