আজকাল ওয়েবডেস্ক: প্যারিস প্যারালিম্পিকে ফের সোনা এল ভারতের ঘরে। এই নিয়ে প্যারালিম্পিকে ছ’টি সোনা পেল ভারত। পুরুষদের হাইজাম্পে টি৬৪ ক্যাটাগরিতে সোনা পেলেন প্রবীণ। এর আগে টোকিও প্যারালিম্পিকে রুপো পেয়েছিলেন তিনি। এবার এল সোনা। প্যারিসে ব্যক্তিগত এবং এশিয়ান রেকর্ড গড়েছিলেন এই প্রবীণ কুমার। প্যারিসে ২.০৮ মিটার লাফ দিলেন প্রবীণ। টোকিও প্যারালিম্পিকে তাঁর ব্যক্তিগত সর্বাধিক ছিল ২.০৭ মিটার। নিজেকে ছাপিয়ে যাওয়া তো বটেই, এশিয়ান স্তরে এটিই সর্বোচ্চ।
২১ বছরের প্রবীণ উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক হাইজাম্পে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। তাঁর আগে সোনা জিতেছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। জন্ম থেকেই একটি পা ছোট প্রবীণের। তা নিয়েই বাজিমাত করলেন তিনি। টোকিওতে সর্বকনিষ্ঠ হিসেবে পদক জয়ের নজির গড়েছিলেন প্রবীণ কুমার। ছোটবেলায় ভলিবল খেলতেন প্রবীণ। হাইজাম্পের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর প্রবীণের জীবনের মোড় বদলে যায়।
