আজকাল ওয়েবডেস্ক:‌ তরুণ তুর্কি। প্রভসিমরন সিং আইপিএলে তাক লাগিয়ে দিচ্ছেন ওপেন করতে এসে। কলকাতার বিরুদ্ধে ঝলসে উঠেছিলেন। লখনউয়ের বিরুদ্ধেও তাই। একটুর জন্য শতরান পাননি পাঞ্জাবের ব্যাটার।


৪৮ বলে ৯১ রানের ইনিংস। চার ছয়ের বন্যা। নিজের ভুলে শতরানটা হাতছাড়া করেছেন সিং। কিন্তু এই লড়াইটা মোটেও সহজ ছিল না প্রভসিমরনের জন্য।
বাড়িতে অসুস্থ বাবা সর্দার সুরজিৎ সিং। সপ্তাহে তিন বার ডায়ালিসিস নিতে হয়। এই পরিস্থিতিতে ছেলের দুর্দান্ত ইনিংস বাবার মুখে হাসি ফোটায়। গিলের কাকা সত্যেন্দর পাল সিং বলেছেন, ‘‌ছেলে যেদিন আইপিএলে ব্যাটি করে সেদিনই দাদার মুখে হাসি ফোটে।’‌


তিনি আরও বলেছেন, ‘‌দাদাকে সপ্তাহে তিনদিন ডায়ালিসিস নিতে হয়। সে যে কী যন্ত্রণা বলে বোঝাতে পারব না। চিকিৎসকরা যখন ডায়ালিসিসের জন্য বাড়ি আসেন, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই।’‌


পাতিয়ালায় ঘরে বসেই টিভিতে ছেলের ব্যাটিং দেখেন সিনিয়র সিং। এমনকী ছেলে তাড়াহুড়ো করলে বাবা মনে মনে বলে ওঠেন, ‘‌মাথা ঠান্ডা রেখে খেলো।’‌ কাকার কথায়, ‘‌পাঞ্জাবের খেলার দিন দাদাকে লিভিং রুমে নিয়ে আসি। দু’‌জনে একসঙ্গে খেলা দেখি। ছেলের দিকে ক্যামেরা তাক করলেই দাদা হেসে ওঠে। ছেলে ভাল খেললে আনন্দ পায়। তখন সব যন্ত্রণা ভুলে যায়।’‌ 


আইপিএলে ব্যস্ত থাকলেও নিয়মিত বাবার খোঁজ নেন প্রভসিমরন। তাঁর কাকা বলছিলেন, ‘ভিডিও কল করে কথা বলে। খারাপ শটে আউট হলে ভিডিও কলেই বাবার বকুনি খায়।’‌