আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসের দুপুরে কলকাতা বিমানবন্দরে উদ্ধার এক যাত্রীর রক্তাক্ত দেহ। রবিবার বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভারের নিচে থেকে ওই যাত্রীর দেহ উদ্ধার হয়। তিনি ইম্ফল থেকে এসেছিলেন। তদন্তে নেমেছে এনএসসিবিআই থানার পুলিশ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম ওমান রঞ্জন সিং। বয়স আনুমানিক ৫০ বছর। গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন রঞ্জন। গত কয়েকদিন ধরেই তিনি কলকাতা বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। সূত্রের খবর, রবিবার তাঁকে বিমানবন্দরে ঘুরতে দেখে অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের আধিকারিকরা। শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না তা জানতে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। রিপোর্টে সব কিছু স্বাভাবিক থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর পরেই এদিন দুপুরে বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভারের নিচে থেকে উদ্ধার হয় ইম্ফল থেকে আসা ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা না দুর্ঘটনা না কি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে তা জানতে তদন্তে নেমেছে এনএসসিবিআই থানার পুলিশ। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বারাসাত হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত করা হবে।
