আজকাল ওয়েবডেস্ক: মালগাড়ি লাইনচ্যুত হল মধ্যপ্রদেশে। কিন্তু তারপর যা ঘটল, তা কল্পনাও করা যায়নি। মধ্যপ্রদেশের রতলামে বৃহস্পতিবার রাতে রেল ইয়ার্ডের কাছে একটি মালগাড়ির ডিজেল ভর্তি দু’টি বগি লাইনচ্যুত হয়। রেল সূত্রে জানা গেছে, ভোপালের কাছে বাকানিয়া–ভৌরিতে পেট্রোপণ্য পরিবহণের সময় বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ মালগাড়িটি লাইনচ্যুত হয়। ঘটনায় হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনার পরেই ওই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। অবাধে চলতে থাকে ডিজেল লুট। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওর সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি।
ভিডিওয় দেখা গেছে বগি থেকে ডিজেল ছিটকে রেললাইনের পাশের নর্দমায় গিয়ে পড়েছে। সেই নালা থেকে মগে করে ডিজেল তুলে বালতিতে ভরছেন স্থানীয়রা। কেউ কেউ আবার বড় ড্রামে ডিজেল ভরে বাড়ির পথে হাঁটা লাগিয়েছেন।
ভিডিওটি অনেকেই দেখেছেন। লাইক–কমেন্ট পড়েছে প্রচুর। নানা মজার মন্তব্য এসেছে।
