মিল্টন সেন, হুগলি : ডাউন ব্যান্ডেল–হাওড়া লোকালে ধোঁয়া। শনিবার সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল চুঁচুড়া স্টেশনে। ট্রেনটি চুঁচুড়া স্টেশনে ঢোকার পর একটি বগির নিচে থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। ট্রেন থেকে তৎক্ষণাৎ নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ট্রেনের ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বের হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন রেল কর্মীরা। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা। অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। চুঁচুড়ায় নেমে যাওয়া যাত্রীরা অন্য ট্রেন ধরে গন্তব্যে রওনা দেন।
পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল–হাওড়া লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে শনিবার সকাল ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। আচমকাই শেষ কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই চালক ট্রেন থামিয়ে দেন। রেলকর্মীরা এসে ট্রেনটিকে সরিয়ে ব্যান্ডেল নিয়ে যান। অবশেষে ৯টা ৫ মিনিটে ডাউন ব্যান্ডেল হাওড়া হয়ে যাত্রা শুরু করে।
পূর্ব রেল সূত্রে খবর, ডাউন ব্যান্ডেল–হাওড়া লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে শনিবার সকাল ৮.২৮ মিনিটে। ট্রেনটি চুঁচুড়ার ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ৮.৩৪ মিনিটে। আচমকাই শেষ কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পাওয়া মাত্রই চালক ট্রেন থামিয়ে দেন। রেলকর্মীরা এসে ট্রেনটিকে সরিয়ে ব্যান্ডেল নিয়ে যান। অবশেষে ৯টা ৫ মিনিটে ডাউন ব্যান্ডেল হাওড়া হয়ে যাত্রা শুরু করে।
